সন্দীপ সরকার, কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) তখন থার্ড গিয়ারে ব্যাটিং শুরু করেছেন। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চার-ছক্কার ফুলঝুরি। রবি শাস্ত্রী (Ravi Shastri) পর্যন্ত যা দেখে বলে দিলেন, 'রানের পাহাড় হবে মনে হচ্ছে।'


কিন্তু ছবিটা বদলে গেল রোহিত ফেরার পর থেকেই। ইডেনের পিচ বল ঘুরল, লাফাল, নীচু হল। ছড়ি ঘোরাতে শুরু করলেন দুই প্রোটিয়া স্পিনার - কেশব মহারাজ ও তাবারেজ শামসি।


আর সেই পিচে ম্যাজিক ডেলিভারিতে আউট হলেন শুভমন গিল (Shubman Gill)। বোল্ড হয়ে গিয়েও এতটাই হতবাক তিনি যে, বিশ্বাসই করতে পারলেন না। ধন্দে পড়লেন আম্পায়াররাও। নিতে হল তৃতীয় আম্পায়ারের সাহায্য।


ঠিক কী ঘটেছিল? ভারতীয় ইনিংসের একাদশ ওভারের ঘটনা। বাঁহাতি স্পিনার কেশব মহরাজের ওভারের তৃতীয় বল পড়ল লেগস্টাম্পের ওপর। পা বাড়িয়ে খেলতে গেলেন গিল। বলের ফ্লাইটে পরাস্ত হলেন। বল ঘুরল। সঙ্গে বিষাক্ত বাউন্স। অফস্টাম্পের বেল উড়ে গেল শূন্যে। সঙ্গে সঙ্গে উৎসব শুরু প্রোটিয়া ক্রিকেটারদের।


কিন্তু কী আউট হয়েছেন? বোল্ড, নাকি চকিতে স্টাম্প ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি'কক? ক্রিজ ছেড়ে বেরিয়ে কি স্টাম্পড হলেন? তাজ্জব শুভমন। আম্পায়ারদের অনুরোধ করলেন একবার যদি রিপ্লে দেখে নেওয়া যায়। ব্যাটারকে এতটা হতবাক হতে দেখে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হলেন মাঠের আম্পায়াররা।


 






রিপ্লে দেখে বোঝা গেল যে, বোল্ডই হয়েছেন গিল। তবে সাধারণ কোনও ডেলিভারিতে নয়। ম্যাজিক ডেলিভারিতে। বাঁহাতি স্পিনারের স্বপ্নের বল। অনেকে বলছেন, টুর্নামেন্টের সেরা ডেলিভারি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জস বাটলারকে চায়নাম্যান স্পিনে ঠকিয়ে বোল্ড করেছিলেন কুলদীপ যাদব। সেই বলটিকেই এবারের বিশ্বকাপের সেরা ডেলিভারি বলা হচ্ছিল। তবে মহারাজের বলে গিলের বোল্ড হওয়ার ডেলিভারি দেখে বিশেষজ্ঞরা যেন আরও বেশি মুগ্ধ। বিশেষ করে যেভাবে ফ্লাইটে ধোঁকা খেয়েছেন গিল, তার তারিফ সর্বত্র। 


আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial