বুলাওয়ো: জিম্বাবোয়ে ছিটকে যাওয়ায় ভারতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপের শেষ দল হিসাবে নেদারল্যান্ডস বা স্কটল্যান্ডের মধ্যে এক দল যে কোয়ালিফাই করবে, তা নিশ্চিত হয়ে গিয়েছিল। দুই দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (CWC Qualifiers 2023) সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি (SCO vs NED) হয়েছিল। সেই ম্যাচেই স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪৩ বল বাকি থাকতে চার উইকেট হাতে রেখে দাপুটে মেজাজে ম্যাচ জিতে নিলেন ডাচরা।


২৭৮ রানের চ্যালেঞ্জিং টার্গেটে সহজেই পৌঁছে গেলেন ডাচরা। নেদারল্যান্ডসের জয়ের নায়ক বাস দে লিডে। মাত্র চতুর্থ খেলোয়াড় হিসাবে ওয়ান ডেতে এক ম্যাচে শতরান করার পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন বাস দে লিডে (Bas de Leede)। এই জয়ের সুবাদে নেদারল্যান্ডসের ভারতে আয়োজিত বিশ্বকাপের টিকিটও পাকা হয়ে গেল। 


নিজেদের গত ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে স্কটল্যান্ড ছয় পয়েন্ট নিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য বেশ ভাল জায়গাতেই ছিল। অপরদিকে, চার পয়েন্টে থাকা নেদারল্যান্ডসকে ভারতের টিকিট পাকা করতে হলে শুধু জয় নয়, প্রয়োজন ছিল বড় ব্যবধানে জয়। সেই লক্ষ্যে ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই স্কটল্যান্ড ওপেনার ম্যাথিউ ক্রসকে শূন্য রানে সাজঘরে ফেরান লোগান ভ্যান বিক।


আরেক ওপেনার ক্রিস্টোফার ম্য়াকব্রাইডকে ৩২ রানে আউট করেন দে লিডে। অভিজ্ঞ জর্জ মান্সিও ৯ রানে ফেরেন। ৬৪ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল স্কটরা। এমন পরিস্থিতিতে ব্র্যান্ডন ম্যাকমুলান স্কটদের ইনিংসকে স্থিরতা প্রদান করেন। রিচি বেরিংটনের সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ম্যাকমুলান ১০৬ রানের ইনিংস খেলেন। দে লিডে ৬৪ রান করা বেরিংটনকে ফেরান। শেষের দিকে টমাস ম্যাকিন্টোসের ঝোড়ো ৩৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৭৭ রান তোলে স্কটল্যান্ড। 


ব্যাট হাতে নেদারল্যান্ডস দুই ওপেনার বিক্রমজিত সিংহ (৪০) ও ম্যাক্স ও দউদ (২০) অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেও, পরপর উইকেট হারাতে থাকে ডাচরা। একদিকে জয়ের চাপ, অপরদিকে কোনও ব্যাটার তেমন সঙ্গ না দেওয়ার চাপ, দুই সামলে একাই লড়ে যান দে লিডে। তাঁকে শেষমেশ সঙ্গ দেন শাকিব জুলফিকর। দুইজনে ষষ্ঠ উইকেটে মাত্র ৬৯ বলে ১১৩ রান যোগ করেন। দে লিডে ৯২ বলে ১২৩ রান করেন। তাঁর আউট হওয়ার পর নেদারল্যান্ডসের জয়ের জন্য আর মাত্র এক রানের প্রয়োজন ছিল, যা ভ্যান বিক করে দেন। ৪২.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা। ফলে নেট রান রেটে স্কটল্যান্ডকে পিছনে ফেলে তাঁদের বিশ্বকাপের টিকি পাকা হয়ে যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?