রাঁচি: বিশ্বব্যাপী বিরাট বন্দনা চলছে। ৩৭ ছুঁইছুঁই কিং কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে যেভাবে প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন, তাতে অবাক গোটা বিশ্ব। ১৩৫ রানের ঝকঝকে ইনিংস খেলে আরও গুচ্ছ গুচ্ছ রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেনও বিরাটের রাঁচির ইনিংস দেখে মুগ্ধ। আরসিবিতে একসঙ্গে খেলেছেন ২ জনে। কোহলি এখন তাঁর কেরিয়ারের সায়াহ্নে। অন্যদিকে স্টেন অনেক আগেই প্রাক্তন হয়ে গিয়েছেন। রাঁচির ইনিংস দেখার পর স্টেন মনে করেন বিরাট মানসিক ও শারীরিক ভাবে অনেক বেশি শক্তিশালী।
ধারাভাষ্যকার হিসেবে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজে দায়িত্ব সামলাচ্ছেন স্টেন। সম্প্রচারকীর চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি প্রোটিয়া পেসার বলছেন, ''গত ১৫-১৬ বছর বয়স ধরে ৩০০-র বেশি ওয়ান ডে ম্য়াচ খেলেছে বিরাট। অগাধ অভিজ্ঞতা রয়েছে তার। ওর মন ও শরীর ভীষণ শক্তিশালী। নিজের প্রস্তুতি সম্পর্কে ও অবগত। মানসিকভাবে ভীষণ শক্তিশালী কোহলি। ব্যাটে-বলে এখনও নিঁখুত ভীষণভাবে।''
এরপরই স্টেন আরও বলেন, ''৩৭, ৩৮ বছর বয়সে অনেকেই আর নিজের ঘর ছেড়ে, নিজের কমফর্ট জোন ছেড়ে বেরিয়ে আসতে চায় না। কিন্তু বিরাট এখনও দেশের জন্য খেলতে মরিয়া থাকে সবসময়। রানিং বিট্যুইন দ্য উইকেট কতটা দ্রুত ওর, এখনও অবিশ্বাস্য। বয়স হলেও এখনও মানসিকভাবে বিরাট তরুণই রয়েছে, মাঠে নামার জন্য ছটফট করে আগের মতই।''
এদিকে, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের কি মুখ দেখাদেখি বন্ধ? রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচের পর জল্পনা তুঙ্গে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কোহলি ম্যাচের পর ড্রেসিংরুমে হেঁটে ঢুকছেন। সেই সময়ই তিনি দেখতে পান যে, সামনে বসে রয়েছেন গুরু গম্ভীর। কোচকে দেখেই পকেট থেকে মোবাইল ফোন বার করে ফেলেন কোহলি। তারপর সেই ফোন ঘাঁটতে ঘাঁটতেই মাথা নীচু করে ঢুকে যান দরজা ঠেলে। কোচকে দেখেই পকেট থেকে মোবাইল ফোন বার করে ফেলেন কোহলি। তারপর সেই ফোন ঘাঁটতে ঘাঁটতেই মাথা নীচু করে ঢুকে যান দরজা ঠেলে।
এদিকে, বিরাট ও গম্ভীরের সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, মাঠে যেন তার প্রভাব না পড়ে, সেটাই দেখার।