রাঁচি: মার্কো জানসেনের বল থার্ড ম্যান বাউন্ডারিতে পাঠিয়ে সবে সেঞ্চুরি সম্পূর্ণ করেছেন বিরাট কোহলি (Virat Kohli) । মাইলফলক স্পর্শ করেই বিরাট লাফ দিলেন কোহলি । তারপরই বিয়ের আংটিতে চুমু । কিংগ কোহলির সেলিব্রেশন তখনও চলছে । উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন রাঁচির ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে হাজির প্রত্যেকে ।

Continues below advertisement

ঠিক তখনই বাউন্ডারি লাইনের ধারে ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন এক তরুণ । নিরাপত্তাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই হাজির হয়ে যান কোহলির কাছে । দূর থেকে দেখতে পেয়েছিলেন নন স্ট্রাইকার কে এল রাহুল । যিনি ওয়ান ডে সিরিজে ভারতকে নেতৃত্বও দিচ্ছেন । তিনি হাতের ইশারা করে ওই তরুণকে বারণ করেন । কিন্তু থামাতে পারেননি । সটান কোহলির পায়ে শুয়ে পড়ে প্রণাম করেন ওই ভক্ত । পরে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাঁকে মাঠ থেকে বার করে নিয়ে যায় ।

ওই তরুণের নাম শৌভিক মুর্মু । হুগলির আরামবাগের আদিবাসী তরুণ কলেজপড়ুয়া । দীর্ঘদিন ধরেই তিনি কোহলির ভক্ত । কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের কলাবিভাগের প্রথমবর্ষের ছাত্র । বিরাট কোহলিকে ঈশ্বর রূপে পুজো করেন প্রায় । গত আইপিএলের সময় প্রিয় নায়কের দেখা পেতে কাবলে থেকে সাইকেলে চেপে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন শৌভিক । কিন্তু বিরাটের সঙ্গে সাক্ষাৎ হয়নি । তারপর পাড়ি দিয়েছিলেন কিংগ কোহলির বাড়ি পর্যন্ত । তাতেও প্রিয় তারকাকে ছুঁয়ে দেখতে পারেননি । রবিবার অবশেষে স্বপ্নপূরণ শৌভিকের । 

Continues below advertisement

 

কোহলিকে স্পর্শ করে অবশ্য পুলিশের জালে শৌভিক । তাঁকে আটক করে রেখেছে পুলিশ । শৌভিকের বাড়িতে ফোন করে রাঁচি পুলিশ জানিয়েছে যে, বিরাট কোহলিকে ছুঁতে মাঠে ঢুকে পড়ায় তাঁকে আটক করা হয়েছে । শৌভিক মুক্তি কবে পাবেন, জানা নেই পরিবারেও । তবে সব মহল থেকেই চেষ্টা করা হচ্ছে যাতে শৌভিককে দ্রুত বাড়ি ফিরিয়ে আনা যায় । তাঁর বাবা সমর মুর্মু সংবাদমাধ্যমে বলেছেন, 'ছোট থেকেই বিরাটের ভক্ত শৌভিক । ছোট থেকেই বলত পড়াশোনা ছাড়তে হয় ছাড়বে, তবু বিরাটকে একবার স্পর্শ করবেই ।'