মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে আসীন রয়েছেন জয় শাহ (Jay Shah)। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে আইসিসির চেয়ারম্য়ানের (ICC Chairman) পদের জন্য নাকি ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে জয় শাহ যদি আইসিসিতে যান, সেক্ষেত্রে সচিব পদে দেখা যেতে পারে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি রোহন জেটলিকে। সূত্রের খবর, আইসিসির বোর্ডে সদস্যদের মধ্যে ১৬ জনের মধ্যে ১৫ জনের ভোটই পেয়েছেন জয় শাহ। সেক্ষেত্রে আইসিসি চেয়ারম্য়ান হিসেবে জয় শাহকে দেখা যাওয়া হয়ত সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, রোহন জেটলি সম্পর্কে প্রয়াত অরুণ জেটলির ছেলে। বোর্ড সচিব হওয়ার দৌড়ে তিনিই শীর্ষে আছেন। তবে বোর্ড সভাপতি হিসেবে রজার বিনি ও অন্য়ান্য় যাঁরা রয়েছেন বিভিন্ন পদে, তাঁরা দায়িত্বে বহাল থাকছেন। সূত্রের খবর, জয় শাহ আইসিসি চেয়ারম্য়ান পদের জন্য ২৬ আগস্ট সোমবার সন্ধের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন।
বিগত পাঁচ বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে আসীন রয়েছেন জয় শাহ (Jay Shah)। তবে সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য আগ্রহী। সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। অবশ্য শাহের আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। তবে জয় শাহ আইসিসির দায়িত্ব নিলে, সচিব পদে কে তাঁর জায়গা নেবেন? এই প্রশ্ন কিন্তু এখন ভারতীয় ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে।
শাহের পরিবর্তে কে? এই বিকল্প খুঁজতে গিয়ে পিটিআই এক রিপোর্টে মূলত তিন দাবিদারের নাম করেছিল। তাঁরা হলেন রাজীব শুক্ল, আশিষ সেলার এবং অরুণ ধুমাল। রাজীব শুক্ল দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে বোর্ডের সহ-সভাপতিও বটে। তবে এই পদের নাম বাদে যে তেমন খুব একটা তাৎপর্য নেই, তা ভারতীয় ক্রিকেট মহলের প্রায় সকলেই জানেন। অপরদিকে, অরুণ ধুমাল বর্তমানে আইপিএলের চেয়ারম্যান। তবে অতীতে তিনি অতীতে বোর্ডের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। এছাড়া মহারাষ্ট্র বিজেপির হেভিওয়েট নেতা আশিষ সেলারের নামও উঠে আসছে। এছাড়াও সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, দিল্লি ক্রিকেট সংস্থা প্রধান রোহন জেটলির নাম নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার শোনা যাচ্ছে যে রোহন জেটলিই হয়ত হতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিব। বর্তমানে বোর্ডের যুগ্ম-সচিব দেবজিৎ সাইকিয়াও দৌড়ে আছেন।