দুবাই: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে জায়গা করে নিতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ভারত। কিন্তু ব্যক্তিগত পারফরম্য়ান্সে নজর কেড়েছিলেন ভারতীয় দলের ২ তারকা রেণুকা ঠাকুর (Renuka Thakur) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। এবার আইসিসি ব়্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন এই ২ ভারতীয় মহিলা ক্রিকেটার। 


২ জনে মিলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে ১১ উইকেট নিয়েছেন মোট। সদ্য প্রকাশিত ক্রমতালিকায় একধাপ এগিয়েছেন দীপ্তি। রেণুকা ২ ধাপ এগিয়েছেন। টি-টোয়েন্টিতে বোলারদের ক্রমতালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন এই ভারতীয় জুটি। তাঁদের আগে শুধু রয়েছেন ইংল্যান্ডের সোফি একেলস্টোন ও পাকিস্তানের সাদিয়া ইকবাল।  একেলস্টোন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্য়াচে ৪ উইকেট নিয়েছেন। তিনি দ্বিতীয় স্থানে থাকা সাদিয়ার থেকে ১৯ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন। ৭৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দীপ্তি ও রেণুকা। 


উল্লেখ্য, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করেছিল হরমপ্রীত কৌরের দল। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় তারা। কিন্তু ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় ভারত। একমাত্র নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্য়াচের দিকে তাকিয়ে থাকতে হল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।


মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠতে হলে দুই দলের জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। তবে এই ম্যাচের দিকে ভারতীয়রাও তাকিয়ে ছিল। যদি কোনও ভাবে নিউজিল্যান্ড হারত তাহলে সেমির টিকিট পেতে পারত হরমনপ্রীতদের ভারতও। তবে শেষ পর্যন্ত ভারতের আশায় জল ঢালল নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ভারতকে পিছনে ফেলে শেষ চারের টিকিট পাকা করল নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল।


এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। এই সিদ্ধান্ত তাদের জন্য সঠিক প্রমাণিত হয়নি। আসলে, প্রথমে ব্যাট করে কিউয়ি দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করতে পারে। এইভাবে, একটা সময়ে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার আশাও বেড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। এবারও হতাশা সঙ্গী করেই আইসিসি টুর্নামেন্ট থেকে খালি হাতে দেশে ফিরছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। রোহিতরা পারলেও পারলেন না হরমনপ্রীতরা।