বেঙ্গালুরু: আড়াই বছরের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চিন্নাস্বামীতে ফের বসছে লাল বলের ক্রিকেটের আসর। তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs New Zealand 1st Test)। ঘরের মাঠে ১১ বছর হারের মুখ দেখেনি ভারতীয় দল। জিতেছে নাগাড়ে ১৮টি টেস্ট সিরিজ়। অপরদিকে, নিউজ়িল্যান্ড সাম্প্রতিক সময়ে বিগেশের মাটিতে টেস্ট সিরিজ় জিততে বারংবার ব্যর্থ হয়েছে। 


পরিসংখ্যান এবং ইতিহাস, দুইই কিন্তু ভারতের পক্ষেই। ১৯৫৫ সালে ভারত ও নিউজ়িল্যান্ড প্রথমবার টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে আরও ৬১টি টেস্ট ম্যাচ খেলেছে দুই দল। ভারত এর মধ্যে ৩৫.৪৯ শতাংশ অর্থাৎ ২২টি ম্যাচ জিতেছে। কিউয়িদের ঝুলিতে এসেছে ১৩টি জয়। ২৭টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে রোহিত বাহিনী।


কেমন হবে চিন্নাস্বামীর পিচ?


বেঙ্গালুরুর চিন্নাস্বামীর পিচ কিন্তু বরাবরই ব্যাটারদের স্বর্গরাজ্য। ছোট বাউন্ডারি, পিচে ভাল বাউন্স ব্যাটারদের নিজেদের শট খেলতে সাহায্য করে। এই ম্যাচেও এমন পিচই দেখার সম্ভাবনা। তবে ম্যাচের পাঁচদিনই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশে কিন্তু ফাস্ট বোলাররা খানিক সাহায্য পাবেনই। সেইজন্যই পরিবেশ কেমন হবে তা বুঝতে এবং সেরা একাদশ বাছতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে ম্যাচের দিন সকালেই একাদশ বাছাই করা হবে। তিন স্পিনার না তিন ফাস্ট বোলার, কোন কম্বিনেশনে ভারতীয় দল মাঠে নামবে সেই দিকে থাকবে নজর।


কারা মুখোমুখি হবে 


তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল


কোথায় ম্যাচ?


ম্য়াচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে


কখন শুরু?


ম্যাচ শুরু হবে বুধবার, ১৬ অক্টোবর, ভারতীয় সময় সকাল ৯.৩০টা থেকে


কোথায় দেখবেন ম্যাচ?


স্পোর্টস ১৮ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট


অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?


টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে অনলাইনে ২২ গজে দুই দেশের লড়াই দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মহম্মদ শামিকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতে আগ্রহী নন রোহিত! কিন্তু কেন?