বেঙ্গালুরু: আজ থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট সিরিজ। প্রথম ম্য়াচেই বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে মুখোমুখি হতে চলেছে ২ দল। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সদস্য কে এল রাহুলের কাছে যা হোমগ্রাউন্ড। আইপিএলে আরসিবির জার্সিতে খেলেন না রাহুল। তিনি লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলেন। কিন্তু দেশের জার্সিতে বেঙ্গালুরুতে খেলতে নামার আগে আবেগপ্রবণ হয়ে গেলেন ডানহাতি এই স্টাইলিস্ট ব্যাটার।


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে। সেখানে রাহুল বলেছেন, ''এটা সত্যিই আমার জন্য দারুণ অনুভূতি। এখানে, এই মাঠে খেলতে পারাটা ভীষণ স্পেশাল। ক্রিকেট জীবনের শুরুটা আমার এখানেই হয়েছিল। নিজের ক্রিকেটের বেশিরভাগ সময়টা এখানেই কাটিয়েছি। আমার নিজেকে সেই ১১ বছরের ছেলেটা মনে হচ্ছে যে প্রথমবার এই মাঠে ক্রিকেট খেলতে এসেছিল। সেই অনুভূতি এখনও বদলায়নি। এখানকার ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠে ঢোকা। মাত্র ২ মিনিটের মধ্যে অনেকগুলো স্মৃতি ঘুরেফিরে আসছে।''


আইপিএলে লখনউ সুপারজায়ন্টসের অধিনায়ক আরও বলেন, ''বয়সভিত্তিক ক্রিকেট থেকে রঞ্জি ট্রফি পর্যন্ত এত ম্য়াচ এখানে খেলেছি। সেই একই নিয়ম ছিল। সকালে ব্রেকফাস্টের পর দ্রুত মাঠে আসা। অনুশীলনের পর গিয়ে লাঞ্চ করা। ক্যান্টিনে, মাঠের পেছনের ক্লাবহাউসে কত সময় কাটিয়েছি। গত কয়েক বছরে আমি সেখানে যাইনি। কিন্তু আমি মনে করি এখনও কিছু বদলায়নি।''


কে এল স্কোয়াডে থাকলেও সরফরাজ খানকে টিম ম্য়ানেজমেন্ট খেলাতে পারে প্রথম টেস্টে। আজ বুধবার টসের পরই পুরাে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি দেখানো সরফরাজকে খেলানো হতে পারে এই কানাঘুষো শোনা যাচ্ছিল বেশকিছুদিন ধরেই। তবে অভিজ্ঞতার জন্য এগিয়ে থাকতে পারেন কর্ণাটকী ব্যাটার।


আসন্ন টেস্ট সিরিজে কে এল রাহুল আর ৩১ রান করতে পারলেই তিন হাজার টেস্ট রান সম্পূর্ণ করে ফেলবেন। সিরিজ়ে কয়েকটি বড় রানের ইনিংস ঋষভ পন্থকেও পাঁচ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করতে সাহায্য করবে। পন্থ আপাতত ১৫৩টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৫১২ রান করেছেন। বোলারদের মধ্যে কুলদীপ যাদবের সামনেও মাইলফলকের হাতছানি। এই সিরিজ়ে চায়নাম্যান বোলার যদি ছয়টি উইকেট নেন, তাহলে তিনি ১৩তম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট নিয়ে ফেলবেন। কুলদীপ এখনও পর্যন্ত ২২.৩০ গড়ে ২৯৪টি উইকেট নিয়েছেন।