আমদাবাদ: সকালে ওয়াশিংটনের সুন্দর বোলিংয়ে নিউজ়িল্যান্ডকে বিপাকে ফেলেছিল ভারতীয় পুরুষ দল। আর একইদিনে সন্ধেবেলায় দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্সে প্রজ্জ্বলিত হল ভারতীয় মহিলা দল। আমদাবাদে কিউয়ি মহিলা দলকে (India Women vs New Zealand Women) প্রথম ওয়ান ডেতে ৫৯ রানে পরাজিত করল ভারতীয় মহিলা দল। 


এদিন ম্যাচে খেলতে পারেননি হরমনপ্রীত কৌর। তিনি বিশ্বকাপ চলাকালীনই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ঘাড়ে আঘাত পান। তাই নিয়েই কোনওক্রমে মেগা টুর্নামেন্টে খেলা চালিয়ে যান হরমনপ্রীত। তবে এই ম্যাচে তিনি মাঠে নামতে পারলেন না। বিসিসিআইয়ের তরফে জানানো হয় দলের অধিনায়কের হালকা চোট রয়েছে, তাই তাঁর বদলে এই ম্যাচে স্মৃতি মান্ধানা দলকে নেতৃত্ব দেবেন। ম্যাচে টস জিতল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মৃতি। 


তবে তিনি নিজে বড় রান পাননি। এমনকী কোনও ভারতীয় ব্যাটারই ৫০ রানের গণ্ডি পার করতে পারেননি। স্মৃতির ব্যর্থতার দিনে আরেক ওপেনার শেফালি বর্মা অবশ্য দুরন্ত ছন্দে ছিলেন। দুর্ভাগ্যবশত তাঁর ইনিংস ৩৩ রানেই থামে। ইয়াস্তিকা করেন ৩৭ রান। জেমাইমার সংগ্রহ ৩৫। ব্যাট হাতে ৪১ রানের ইনিংস খেলেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। তাঁর ব্যাটে ভর করেই ভারত দু'শোর রানের গণ্ডি পার করেন।


তবে দলের হয়ে নিজের অভিষেক ম্য়াচেই সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তেজল হাসনাবিস (Tejal Hasnabis)। কোনওক্রমে ওমেন ইন ব্লু ২২৭ রান তোলে। পুরো ওভারও খেলতে পারেনি ভারতীয় দল। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার ৩৩ বল আগেই অল আউট হতে যান দীপ্তিরা। এমন পরিস্থিতিতে ম্যাচ জিততে প্রয়োজন ছিল ভাল বোলিংয়ের। ঠিক সেটাই করতে সক্ষম হয় ভারত।


নির্দিষ্ট সময় অন্তর উইকেট তুলে নেন রাধা, দীপ্তি, অরুন্ধতিরা। ব্যাট হাতে যেমন নিজের অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন তেজল, তেমন বল হাতেও এক অভিষেককারী নজর কাড়েন। তিনি সাইমা ঠাকুর (Saima Thakor)। দুই উইকেট নেন সাইমা। ফলে ১৬৮ রানেই গুটিয়ে যায় কিউয়িদের ইনিংস। গোটা টি-২০ বিশ্বকাপে যে ফিল্ডিং ডুবিয়েছিল, এদিন কিন্তু সেই ফিল্ডিংয়েও বেশ উন্নতি দেখা গেল। ম্য়াডি গ্রিনকে দুরন্ত ডাইরেক্ট হিটে রান আউট করেন স্মৃতি মান্ধানা। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের সমর্থকদের জন্য যে ২৪ অক্টোবরটা বেশ ভালই কাটল, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বাংলাদেশকে দুরমুশ করে WTC ফাইনালে পৌঁছনোর দৌড়ে ফিরল দক্ষিণ আফ্রিকা, উদ্বেগ বাড়ল ভারতের?