পুণে: ২০২১ সালের মার্চ মাসে শেষবার ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। তারপর চোট, আঘাত, অফফর্ম না না কারণে লাল বলে জাতীয় দলে আর সুযোগ পাচ্ছিলেন। তবে ১৩২৯ দিন পর হঠাৎই সুযোগ এল পুণেতে। আর সুযোগ পেয়েই ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) নিজের দক্ষতা প্রমাণ করলেন। দ্বিতীয় টেস্টের (IND vs NZ 2nd Test) প্রথম ইনিংসে ৫৯ রানের বিনিময়ে সাত উইকেট নিয়ে নিউজ়িল্যান্ড ব্যাটিংকে ধরাশায়ী করলেন তারকা ভারতীয় অলরাউন্ডার।


অনবদ্য বোলিংয়ের পর দিনের খেলাশেষে সুন্দরকে মাইকে ধরা হয়। এই পারফরম্যান্সের সুযোগ করে দেওয়ায় দলের কোচ ও অধিনায়ককে কৃতজ্ঞতা জানান সুন্দর। 'আমি প্রথম টেস্টে দলের অঙ্গ ছিলাম না। তারপর আমায় যেভাবে ডাকা হয় এবং প্রথম একাদশে সুযোগও দেওয়া তার জন্য আমি অধিনায়ক ও কোচের কাছে কৃতজ্ঞ। এই অনুভূতিটাই কথায় প্রকাশ করা যাবে না।' বলেন তারকা স্পিনার।


সুন্দর জানান ভারতীয় দল ভেবেছিল একেবারে প্রথম দিন থেকেই পুণের পিচে বল স্পিন করবে। তেমনটা শুরুতে হলেও পরে তেমন আর মদত পাননি স্পিনারর। এমন পরিস্থিতিতে এক পরিকল্পনা অনুসরণ করেই এসেছে সাফল্য। ওয়াশিংটন জানান, 'পরিস্থিতি বা প্রতিপক্ষে যেমন বা যেই হোক না কেন, আমি প্রতিটা বল সঠিক ঠিকানায় রাখার চেষ্টা করছিলাম। সবটাই ঈশ্বরের কৃপা। গোটা বিষয়টায় সাফল্য পেয়েছি। নির্দিষ্ট জায়গায় বল রেখে খালি গতিতে সামন্য এদিক ওদিক করে বোলিং করার চেষ্টাতেই ছিলাম আমি। অত্যন্ত কৃতজ্ঞ আমি।'


তিনি আরও যোগ করেন, 'আমাদের মনেই হয়েছিল ম্যাচের প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করবে। প্রথম সেশনে শুরুতে তেমনটা হচ্ছিলও। তবে দ্বিতীয় সেশন থেকে আর তেমন বল স্পিন হচ্ছিল বলে আমার মনে হয় না। আর তৃতীয়তে পিচ বেশ ভাল হয়ে গিয়েছিল। ওই শুরুর দিকেই যা বল ঘুরছিল।'


সুন্দর এই ম্যাচে সাতের মধ্যে পাঁচটি উইকেটই বোল্ড করে নেন। এক ইনিংসে ভারতের মাটিতে এর থেকে বেশিজন ব্যাটারকে বোল্ড করার কৃতিত্ব আর কারুর নেই। এই সাতটি উইকেটের মধ্যে রাচিন রবীন্দ্রর উইকেটকেই নিজের সবথেকে পছন্দের উইকেট হিসাবে বেছে নেন সুন্দর। এবার দেখার ব্যাটাররা কী করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বোলিংয়ে ওয়াশিংটনের স্পিন ভেল্কিতে দুরন্ত কামব্যাক, প্রথম দিনশেষে ভারতের স্কোর ১৬/১