বঢোদরা: ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম দুই ম্যাচে হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় আগেই নিজের নামে করে ফেলেছিল ভারতীয় দল (India Women vs West Indies Women)। সুযোগ ছিল ক্যারিবিয়ান দলকে হোয়াইটওয়াশ করার। ঠিক সেটাই করে দেখাল ওমেন ইন ব্লু। তৃতীয় ওয়ান ডেতে এক অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সে দলের জয় সুনিশ্চিত করলেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। বল হাতে ৩১ রানের বিনিময়ে ছয় উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে দলকে ম্যা জিতিয়েই মাঠ ছাড়েন দীপ্তি।


দীপ্তির দুরন্ত স্পেলে ভর করে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ়কে মাত্র ১৬২ রানেই অল আউট করে দেয়। ক্যারিবিয়ান দলের ডিয়েন্ড্রা ডটিন, হেইলি ম্যাথিউজ়ের মতো তারকারা ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। শারমেন ক্যাম্পবেলে ৪৬ ও চিনেলা হেনরি ৬১ রানের ইনিংস খেলে দলের হয়ে লড়াইটা করেন। চতুর্থ উইকেটে দুইজনে ৯১ রান যোগ করেন। তবে তারপর আর কেউ তেমন  প্রতিরোধই গড়তে পারেননি। দীপ্তির দুরন্ত বোলিংয়ে একে একে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটাররা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে একাধিকবার ছয় উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন দীপ্তি।


দীপ্তিকে কিন্তু একেবারে যোগ্য সঙ্গ দেন রেণুকা সিংহ ঠাকুর। চারটি উইকেট নেন তিনি। ভারতের সামনে লক্ষ্যটা খুব একটা ছিল না। সেই লক্ষ্যে পৌঁছতে খুব একটা কসরত করতেও হয়নি ভারতকে। স্মৃতি মান্ধানা, প্রতীকা রাওয়াল বা হরলীন দেওল, ভারতীয় টপ অর্ডারে কেউ রান। টপ অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও রানের লক্ষ্য খুবই কম ছিল। তাই মিডল অর্ডারে অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৩২ ও জেমাইমা রডরিগেজ়ের ২৯ রানের ইনিংস দলকে স্থিরতা প্রদান করে। শেষমেশ রিচা ও দীপ্তি দলকে ম্যাচ জেতান। রিচা ঘোষ ১১ বলে ২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।


মাত্র ২৮.২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। অনবদ্য বোলিং এবং পরিপক্ক ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন দীপ্তি। সিরিজ়ের সেরা হন রেণুকা ঠাকুর। সিরিজ় সর্বোচ্চ, মোট ১০ উইকেট নেন তিনি।







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।







আরও পড়ুন: প্রয়াত মনমোহন সিংহ, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে রোহিতরা