মুম্বই: গতকালই শুরু হয়ে গিয়েছিল উইমেন্স প্রিমিয়ার লিগ (Women's Premier League)। আজ টুর্নামেন্টে অভিযান শুরু করছে স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর্স। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী স্মৃতি। প্রথমবার দেশের মাটিতে মহিলা ক্রিকেটের ফ্র্য়াঞ্চাইজি লিগ। স্বভাবতই নিজের সেরাটা দিতে মরিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন। তবে একই সঙ্গে সতর্কও থাকছেন আরসিবি ক্যাপ্টেন। 


কী বলছেন স্মৃতি?


প্রথম ম্যাচে নামার আগে স্মৃতি মন্ধানা বলেন, ''নিঃসন্দেহে আমাদের সবার কাছে একটা বড় মুহূর্ত। প্রথম বার উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নামছি আমরা। বিদেশি ক্রিকেটারদের কাছেও এটা বিশাল সুযোগ। আমরা জানি একটা চাপ থাকবেই। কিন্তু আমি বলব প্রথমবার মাঠে নেমে শুধু খেলাটা উপভোগ করা উচিত। আমার মনে হয় আমরা একে অপরের পাশে সবসময় রয়েছি। দল হিসেবে মাঠে নামব আমরা। চাপ কখনও কেউ একা অনুভব করুক, চাই না। অনেক প্লেয়ার আছে, যাঁদের অভিজ্ঞতা প্রচুর। এটা খুবই ভাল একটা বিষয় যে কমবয়সি অনেকে সুযোগ পাবে সেই অভিজ্ঞতা সঞ্চয়ের।''


প্রথম ম্যাচে জয় হরমনপ্রীতদের?


বল হাতে ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচে আগুন ঝরালেন বাংলার বাঁ-হাতি স্পিনার সাইকা ইশাক (Saika Ishaque)। তিনি চার উইকেট নিলেন। ব্যাট হাতে ৪৫ রানের ইনিংসের পর অ্যামেলিয়া কেরও দুই উইকেট নেন। স্পিনারদের দাপটেই ২০৮ রান তাড়া করতে নেমে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেল গুজরাত জায়ান্টসের ইনিংস। ১৪৩ রানের বিরাট ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। হাঁটুতে চোট পাওয়ার পর আর ব্যাট করতেই নামলেন না বেথ মুনি।


এদিন বড় রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় গুজরাত। প্রথম ওভারেই রান নিতে গিয়ে চোট পান গুজরাত অধিনায়ক বেথ মুনি। তিনি আর মাঠেই নামতে পারলেন না। শুধু তাই নয়, তিনে ব্যাট করতে নামা হরলীন দেওলও প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন। এরপর থেকে আর নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাত। মেঘানা (২), অ্যাশলে গার্ডনার (০), অ্যানাবেল সাদারল্যান্ডের (৬) মতো তারকারা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। গুজরাতের হয়ে একমাত্র দয়ালান হেমলতা ২৯ রানের লড়াকু ইনিংস খেলেন। 


মুম্বইয়ের স্পিনজালে গুজরাতের মিডল অর্ডার কোনও সময়েই চাপ কাটিয়ে উঠতে পারেনি। ব্যাট হাতে ৪৫ রানের ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠেন অ্যামেলিয়া। তিনি মাত্র ১২ রানের বিনিময়ে দুই উইকেট নেন। এছাড়া ন্যাট স্কিভার-ব্রান্টও দুই উইকেট নেন। ইসি ওয়ং একটি উইকেট পান।