নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুটো টেস্টে হারের পর তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে অজি শিবির। সিরিজ হারালেও ইন্দোর ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্মিথ বাহিনী। অজি দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন যে এর পরবর্তী সময়ে অজি শিবির উপমহাদেশের উইকেটে খেলার জন্য আরও প্রস্তুতি নিয়ে আসবে। 


কী বলছেন অজি কোচ?


অজি কোচ বলছেন, ''আমি আশাবাদী আগামীবার যখন এই দল এখানে খেলতে আসবে, তখন অনেক প্লেয়ার আরও অভিজ্ঞতা নিয়ে উপমহাদেশের উইকেটে খেলতে নামবে। অন্যান্য সফরের তুলনায় উপমহাদেশের উইকেট খেলার জন্য আলাদা রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এবারের থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে দল। আমার মনে হয় ভাগ্যও আমাদের সঙ্গ দিয়েছে। স্মিথ স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়েছে। আবার দিল্লিতে যেমন স্মিথ একটি ক্যাচ ফেলেছিল। আবার লেগে রেঁনেশ ক্যাচ মিস করেছিল। যা ম্যাচের ফলও গড়ে দিয়েছে অনেক ক্ষেত্রে।''


প্রথম দুই টেস্টের মতো বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্টও (Ind vs Aus 3rd Test) আড়াই দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। প্রথম দুই টেস্টে ভারতীয় দল জিতলেও, ইনদওরে তৃতীয় টেস্টে অজি দল ৯ উইকেটে জয় পায়। ম্যাচ শেষের পরেই আইসিসির তরফে ইনদওর পিচের মূল্যায়ন করা হল। আইসিসির (ICC) তরফে ইনদওরের হোলকার স্টেডিয়ামের পিচকে 'পুুওর' অর্থাৎ নিম্নমানের রেটিং দিয়েছে। 







বিসিসিআইয়ের তরফে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ১৪ দিনের সময় রয়েছে। পিচের বিষয়ে কথা বলতে গিয়ে ক্রিস ব্রড বলেন, 'পিচটা ভীষণই শুষ্ক ছিল যেখানে ব্যাট ও বলের মধ্যে ঠিকঠাক লড়াই হয়নি। শুরুতেই স্পিনাররা মদত পেয়েছেন। ম্যাচের পঞ্চম বলেই পিচের থেকে মাটি উঠে আসে এবং ঘটনাটা পুরো ম্যাচ জুড়ে প্রায়শই ঘটতে দেখা গিয়েছে। এর পাশাপাশি গোটা ম্যাচেই পিচে অত্যাধিক ও অসম বাউন্স দেখা গিয়েছে।'