মুম্বই: বল হাতে ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচে আগুন ঝরালেন বাংলার বাঁ-হাতি স্পিনার সাইকা ইশাক (Saika Ishaque)। তিনি চার উইকেট নিলেন। ব্যাট হাতে ৪৫ রানের ইনিংসের পর অ্যামেলিয়া কেরও দুই উইকেট নেন। স্পিনারদের দাপটেই ২০৮ রান তাড়া করতে নেমে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেল গুজরাত জায়ান্টসের ইনিংস। ১৪৩ রানের বিরাট ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। হাঁটুতে চোট পাওয়ার পর আর ব্যাট করতেই নামলেন না বেথ মুনি।


এদিন বড় রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় গুজরাত। প্রথম ওভারেই রান নিতে গিয়ে চোট পান গুজরাত অধিনায়ক বেথ মুনি। তিনি আর মাঠেই নামতে পারলেন না। শুধু তাই নয়, তিনে ব্যাট করতে নামা হরলীন দেওলও প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন। এরপর থেকে আর নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাত। মেঘানা (২), অ্যাশলে গার্ডনার (০), অ্যানাবেল সাদারল্যান্ডের (৬) মতো তারকারা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। গুজরাতের হয়ে একমাত্র দয়ালান হেমলতা ২৯ রানের লড়াকু ইনিংস খেলেন। 


মুম্বইয়ের স্পিনজালে গুজরাতের মিডল অর্ডার কোনও সময়েই চাপ কাটিয়ে উঠতে পারেনি। ব্যাট হাতে ৪৫ রানের ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠেন অ্যামেলিয়া। তিনি মাত্র ১২ রানের বিনিময়ে দুই উইকেট নেন। এছাড়া ন্যাট স্কিভার-ব্রান্টও দুই উইকেট নেন। ইসি ওয়ং একটি উইকেট পান। 


প্রথম ইনিংস


এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাত জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি। মুম্বই শুরুটা কিন্তু একেবারেই আহামরি করতে পারেনি। আট বলে ব্যক্তিগত মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ইয়াস্তিকা ভাটিয়াকে সাজঘরে ফেরান তনুজা কনওয়ার। তবে তনুজা অল্প রানে সাজঘরে ফিরলেও, তাঁর ওপেনিং পার্টনার হেইলি ম্যাথিউজ (Hayley Matthews) কিন্তু ব্যাট হাতে আগুন ঝরাতে থাকেন। তাঁকে সঙ্গ দেন ন্যাট স্কিভার-ব্রান্ট। দুইজনে মিলে পাওয়ার প্লেতে গুজরাতের স্কোর ৪৪ রানে পৌঁছে দেন। 


তবে ন্যাট ও হেইলির ৫৪ রানের পার্টনারশিপ ভাঙেন জর্জিয়া ওয়ারহ্যাম। ২৩ রানে সাজঘরে ফেরেন ইংরেজ তারকা ন্যাট স্কিভার-ব্রান্ট। তাঁর পরের ওভারেই অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা হেইলিকে ৪৭ রানে ফেরান অ্যাশলে গার্ডনার। পরপর দুই উইকেট ফেলে ম্যাচে ফেরার আশায় ছিল গুজরাত। সেই আশায় জল ঢেলে দেন হরমনপ্রীত ও অ্যামেলিয়া কের। চতুর্থ উইকেটে দুই তারকা ৮৯ রান যোগ করেন। প্রথম ব্যাটার হিসাবে ডব্লিউপিএলে অর্ধশতরান হাঁকিয়ে ইতিহাস গড়েন হরমনপ্রীত কৌর।


৩০ বলে ৬৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন ভারত তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তবে অর্ধশতরান করেই স্নেহ রানার বলে তিনি সাজঘরে ফেরেন। অবশ্য হরমনপ্রীত সাজঘরে ফিরলেও অ্যামেলিয়া নিজের ইনিংস চালিয়ে যান। তিনি ২৪ বলে ৪৫ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। পূজা বস্ত্রকরও শেষে নেমে ব্যাট চালিয়ে আট বলে ১৫ রান যোগ করেন। এর সুবাদেই ২০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় মুম্বই।


আরও পড়ুন: ডব্লিউপিএলের চোখধাঁধানো ট্রফি প্রকাশ্যে আনলেন পাঁচ ফ্রাঞ্চাইজির অধিনায়ক