মুম্বই: ভারতীয় এ বনাম অস্ট্রেলিয়া এ দলের মধ্যে আনঅফিশিয়াল টেস্ট ম্য়াচটি ড্র হয়ে গেল। প্রথম ইনিংসে লিড নিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া এ দল। ইন্ডিয়া এ তাঁদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৭ উইকেট হারিয়ে ৫৩১ রান করে। শতরান হাঁকালেন দেবদত্ত পড়িক্কল ও ধ্রুব জুড়েল। যদিও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এ দলের স্কোরকে টেক্কা দিতে পারেনি ভারতীয় এ দল। অস্ট্রেলিয়া ৫০ রানে এগিয়ে ছিল যখন ম্য়াচ ড্র ঘোষণা করা হল। পড়িক্কল ১৫০ ও ধ্রুব জুড়েল ১৪০ রানের ইনিংস খেলেন। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট।
প্রথম আনঅফিশিয়াল টেস্টে দুটো দলই কিন্তু ব্যাট, বলে নিজেদের সেরা পারফরম্য়ান্স দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৫৬/০ স্কোর যখন, তখন ম্য়াচ ড্র করে দেওয়া হয়। অস্ট্রেলিয়া এ দলের ওপেনার স্য়াম কনস্টাস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে যথাক্রমে ২৭ ও ২৪ রান করে অপরাজিত ছিলেন। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৩২ রান বোর্ডে তুলেছিল। কনস্টাস ও ফিলিপস শতরান হাঁকিয়েছিলেন প্রথম ইনিংসে। কেল্লাওয়ে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন। ভারতীয় এ দলের হয়ে হর্ষ দুবে ৩ উইকেট নিয়েছিলেন। অন্য়দিকে গুরনুন ব্রার ২ উইকেট নিয়েছিলেন।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় এ দলের টপ অর্ডারও দারুণ পারফর্ম করেছিল। অভিন্যু ঈশ্বরপণ ৪৪ ও নারায়ণ জগদীশন ৬৪ রান করেন। সাই সুদর্শন ৭৩ রানের ইনিংস খেলেন। তবে সেরা পারফম্য়ান্স আসে ধ্রুব ও দেবদত্তর থেকে। ২৮১ বলে ১৫০ রানের ইনিংস খেলেন দেবদত্ত।
এদিকে, এশিয়া কাপে নিয়মরক্ষার গ্রুপ পর্বের ম্য়াচে ওমানকে হারিয়ে দিল ভারত। শুক্রবার ভারতের সামনে পরীক্ষা নিরীক্ষার সুযোগ ছিল। টস জিতে যে ম্যাচে শুরুতে ব্যাটিং নেন সূর্যকুমার যাদব। আগের দুই ম্যাচে শুরুতে ফিল্ডিং করেছিল ভারত। তবে ওমানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে বড় স্কোর বোর্ডে তোলার চ্যালেঞ্জ নিজেরাই নিয়েছিল ভারত। সূর্যকুমার যাদব টসের পরই সে কথা জানিয়ে দিয়েছিলেন। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮৮ রান বোর্ডে তুলেছিল ভারত। ব্যাটই করতে নামেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে লড়াকু অর্ধশতরান হাঁকান ওমানের ২ ব্যাটার। যদিও ২১ রানে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। আগামীকাল ২১ সেপ্টেম্বর সুপার ফোরে তাঁদের প্রতিপক্ষ পাকিস্তান।