মুম্বই: তাঁদের বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা। বান্দ্রা ফ্যামিলি কোর্টে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই কয়েকটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। তার মাঝেই যুজবেন্দ্র চাহালের সঙ্গে নিজের পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে এনে হইচই ফেলে দিলেন ধনশ্রী বর্মা (Dhanashree Verma and Yuzvendra Chahal)!
চাহালের সঙ্গে সম্প্রতি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে দেখা গিয়েছিল এক তরুণীকে। পরে জানা যায় সেই তরুণীর পরিচয়ও। তিনিও ধনশ্রীর মতোই নামী সেলিব্রিটি। আর জে মাহভাশ (RJ Mahvash)। চাহালের সঙ্গে বসেই তিনি খেলা দেখেন। ভারত ফাইনালে নিউজ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর চাহালের সঙ্গে সেলিব্রেটও করেন মাহভাশ।
অভিনেতা বিবেক ওবেরয়ও ভারত বনাম নিউজ়িল্যান্ড ফাইনাল ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। তিনি বসেছিলেন ঠিক চাহাল ও মাহভাশের সামনের সিটে। বিবেক ওবেরয় একটি ভিডিও করেন। নিউজ়িল্যান্ড ইনিংস শেষ হওয়ার পরই। মিচেল স্যান্টনার, কেন উইলিয়ামসনরা বোর্ডে ২৫১ রান তুলে ফেলেছিলেন। ভারতের পক্ষে সেই রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব কি না, এ নিয়ে চাহালের মতামত জানতে চেয়েছিলেন বিবেক ওবেরয়। চাহাল মাহভাশের পাশে বসে খোশমেজাজে জবাব দেন যে, ভারত সহজেই ম্যাচ জিতে যাবে। পরে বিবেক ওবেরয় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানেই চাহাল ও মাহভাশকে খোশমেজাজেই দেখা গিয়েছে।
তারপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জোর জল্পনা। এর মাঝেই ধনশ্রীর একটি ইনস্টাগ্রাম স্টোরিও ভাইরাল হয়। যেখানে ধনশ্রী লেখেন যে, সব ব্যাপারে মহিলাদের দোষ দিয়ে দেওয়া সহজ বিকল্প। অনেকেই মনে করেন যে, মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্কের জেরেই যে তাঁদের বিচ্ছেদ, যেন সেই বার্তাই দিতে চেয়েছেন ধনশ্রী।
এর মাঝে ফের হইচই ফেললেন ধনশ্রী। তিনি চাহালের সঙ্গে নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন। আর্কাইভ করে রাখা সেই ছবিগুলি তিনি ফের ফিরিয়েছেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। যা দেখে অনেকেই বেশ অবাক। আলোচনা শুরু হয়ে গিয়েছে, তাহলে কি কোনও অলৌকিক মোড় ঘুরে গিয়েছে চাহাল-ধনশ্রীর সম্পর্কের? ফের কি এক হওয়ার ইঙ্গিত দিয়েছেন ধনশ্রী?
আপাতত জল্পনা চলবে। যতদিন না চাহাল কিংবা ধনশ্রী নিজে এ ব্যাপারে মুখ খুলছেন ।
আরও পড়ুন: কবে অবসরের পরিকল্পনা রয়েছে রোহিত শর্মার? জানিয়ে দিলেন ছোটবেলার কোচ