ধর্মশালা: রাঁচিতে চতুর্থ টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয় ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল (IND vs ENG 5th Test) । সিরিজ়ের শেষ ম্যাচে দুই দল ৭ তারিখ থেকে মাঠে নামবে দুই দল। ভেন্যু বিশ্বের সবথেকে দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলির অন্যতম, ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়াম (HPCA Stadium)। পাহাড়ের কোলে দুই দলের লাল বলের ক্রিকেটের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে স্বাভাবিকভাবেই অনেক ভিড় জমাবেন। তবে এই ম্যাচে কিন্তু পরিবেশ এক বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে।


সিরিজ়ের বাকি ম্যাচগুলির থেকে এই পঞ্চম টেস্টের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। কনকনে ঠান্ডা আবহওয়া তো থাকছেই, পাশাপাশি ম্যাচে বৃষ্টির জেরে একাধিকবার বিঘ্নও ঘটতে পারে। ম্যাচের প্রথম দিন চার ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা। সেই তাপমাত্রা রাতের বেলায় -৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দিনের শুরুর দিকে বৃষ্টির পাশাপাশি ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। এমনকী দ্বিতীয় দিনেও আর্দ্র পরিবেশের সম্ভাবনাই রয়েছে। কিন্তু পরিস্থিতি ম্যাচের শেষ তিনদিনে বদলাতে পারে।


ম্যাচের শেষ তিনদিনে তাপমাত্র তুলনামূলক বেশি থাকার পাশাপাশি রোদের দেখাও মিলবে বলে পূর্বাভাস। ঠান্ডা কনকনে পরিবেশটা ভারতীয় ক্রিকেটারদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হলেও, বেন স্টোকসরা কিন্তু নিজেদের দেশে এমন তাপমাত্রায় ম্যাচ খেলে অভ্যস্ত। অবশ্য ইংল্যান্ড বড়জোর সিরিজ়ের ব্যবধান কমাতে পারে। সিরিজ় ইতিমধ্যেই ভারতের পকেটে। ম্যাচের জন্য ইতিমধ্যেই দুই দলের সিংহভাগ ক্রিকেটার ধর্মশালায় পৌঁছে গিয়েছে।


এই ম্য়াচের জন্য ভারতীয় দলে ফিরছেন বুমরা।তিনিই ভারতের সহ অধিনায়ক। রাঁচিতে চতুর্থ টেস্টে যাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ধর্মশালায় জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বুমরা। ছেড়ে দেওয়া হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। হতাশাজনকভাবে কেএল রাহুল এই টেস্টেও খেলতে পারবেন না, তিনি এখনও ফিটই হয়ে উঠতে পারেননি। লন্ডনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাঁর চিকিৎসা করা হচ্ছে। সেকথা বিবৃতি দিয়ে জানিয়েওছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ এই মাঠ থেকে সরাতে হয়েছিল, কিন্তু ভারত-ইংল্যান্ডের ম্যাচ কিন্তু ধর্মশালাতেই হচ্ছে। এক হাড্ডাহাড্ডি ম্যাচের আশা করতেই পারেন ভারতীয় সমর্থকরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  


আরও পড়ুন: লায়ন, ক্যামেরন গ্রিনের দাপুটে পারফরম্যান্সে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারতীয় দল