রাঁচি: কেরিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই অনবদ্য ইনিংস খেললেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তাঁর লড়াকু ইনিংসে ভর করেই ৩০০ রানের গণ্ডি পার করল ভারত। চতুর্থ টেস্টে ইংল্যান্ডের (IND vs ENG 4th Test) বিরুদ্ধে ৩০৭ রানে প্রথম ইনিংস শেষ করল ভারত। ইংল্যান্ড এগিয়ে ৪৬ রানে। জুরেল ৯০ রানের ইনিংস খেলে শেষ ব্যাটার হিসাবে আউট হলেন। আন্তর্জাতিক কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিলেন শোয়েব বশির।
ভারতের হয়ে রোহিত শর্মা রান না পেলেও, দুই তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল ভারতের হয়ে ভিতটা বেশ ভালই গড়ে দেন। দুইজনে মিলে দ্বিতীয় উইকেটে ৮২ রান যোগ করেন। গিলকে ৩৮ রানে ফিরিয়ে ম্যাচে নিজের খাতা খোলেন শোয়েব বশির। ফের একবার সুযোগ পেয়েও বড় রান করার সুযোগ হাতছাড়া করেন রজত পাতিদার। ১৭ রান করেন তিনি। বল হাতে বশিরের ঘূর্ণিতে একে একে ফেরেন পাতিদার, জাডেজা, যশস্বী। অনবদ্য ফর্মে থাকা যশস্বীকে ৭৩ রানে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন ইংল্যান্ড স্পিনার।
এরপর আরেক ইংরেজ স্পিনার টম হার্টলি সরফরাজকে ১৪ ও অশ্বিনকে এক রানে ফেরান। ১৭৭ রানে সাত উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারতীয় দল। সেই পরিস্থিতি থেকে ভারতকে লড়াইয়ে ফেরান কুলদীপ ও জুরেল। দুইজনে মিলে অষ্টম উইকেটে ৭৬ রান যোগ করেন। দুভার্গ্যবশত ২৮ রানে প্লেড অন হন কুলদীপ। তবে জুরেল নিজের লড়াকু ইনিংস চালিয়ে যান। অর্ধশতরান পূরণ করেন তিনি।
কুলদীপ আউট হওয়ার পরে আকাশ দীপও বেশ খানিকক্ষণ জুরলকে সঙ্গ দেন। নবম উইকেটে ৪০ রান যোগ করেন তাঁরা। নয় রানের ইনিংস খেলেন নিজের প্রথম টেস্ট খেলা আকাশ দীপ। তাঁকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন বশির। জুরলে তখনও ক্রিজে উপস্থিত ছিলেন। ভারতের ইনিংসকে ৩০০ পার করেন জুরেল। তবে যখন মনে হচ্ছিল তিনি এক অনবদ্য শতরান পূরণ করবেন, তখনই তাঁর উইকেট ভেঙে দেন হার্টলি। অনবদ্য এক ইনিংস সমাপ্ত হয়। ৪৬ রানে পিছিয়ে প্রথম ইনিংস শেষ করে ভারত। এই পিচে এই লিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রোল নয়, পছন্দ চিকেন স্টু, অফস্টাম্প পুঁতে বোলিং, কোচের মুখে ভারতীয় পেসারের অজানা গল্প