মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন তাঁরা। জাতীয় দলের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে আর কোনওদিনও দেখা যাবে না রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। ২ সিনিয়রের অনুপস্থিতিতে এরপর শুভমন গিলের (Subhman Gill) নেতৃত্বে ভারতীয় দল জিম্বাবোয়েতে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতে এসেছে। আগামী ২ বছর পর ২০২৬ সালে ভারতের মাটিতেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে তরুণ দলকে রীতিমত ঝালাই করে নিতে চায় বোর্ড ও টিম ম্য়ানেজমেন্ট। গৌতম গম্ভীরের নেতৃত্বে যা শুরু হতে চলেছে শ্রীলঙ্কা সিরিজ থেকেই। তবে বিরাট-রোহিতের জায়গায় কে সঠিক পছন্দ হবেন? 


প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করেন এই দুই কিংবদন্তি ভারতীয় ব্য়াটারের বিকল্প হতে পারেন চার তরুণ ক্রিকেটার। চারজনের মধ্য়েই সেই যোগ্যতা আছে বলে মনে করেন প্রাক্তন কেকেআর অধিনায়ক। কার্তিকের পছন্দের চার তরুণ হলেন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড। এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ''রোহিত ও বিরাটের বিকল্প পাওয়া টি-টােয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে সত্যিই ভীষণ কঠিন। তবুও আমি যদি একাদশ সাজাই, তবে ওঁদের বিকল্প হতে পারে চারজন ক্রিকেটার। শুভমন, তিলক, অভিষেক ও রুতুরাজ। যশস্বী জয়সওয়ালও একাদশে অবশ্যই থাকবে।'' উল্লেখ্য, জয়সওয়াল টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও একটি ম্য়াচও খেলার সুযোগ পাননি। তবে জিম্বাবোয়ে সফরে গিয়ে ব্যাট হাতে নজর কেড়েছিলেন ফের। চতুর্থ ম্য়াচে ৯৩ রানের ঝোড়ো ইনিংসও উপহার দিয়েছিলেন তিনি। 


এদিকে, ভারতীয় দলের গৌতম গম্ভীরের সহকারী হিসেবে যোগ দিচ্ছেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে। গম্ভীর কোচ হওয়ার জন্য যেসব প্রস্তাবগুলি বোর্ডের সামনে রেখেছিল, তার মধ্যে নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফ বাছাই করার স্বাধীনতা অন্যতম ছিল বলেই খবর। নায়ার এবং দুশখাতে, উভয়ের সঙ্গেই গম্ভীর কাজ করেছেন। কেকেআরের আইপিএল খেতাবজয়ী সাপোর্ট স্টাফের অঙ্গ ছিলেন দুইজনেই। বহুদিন ধরেই সাপোর্ট স্টাফ হিসাবে এই দুইজনের দলে যোগ দেওয়ার নাম শোনা যাচ্ছিল। যদিও বা এই বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে শ্রীলঙ্কা সফরে কিন্তু এই দুইজন ভারতীয় দলে যোগ দিতে চলেছেন বলে জোর জল্পনা। এই দুইজনের সঙ্গে রাহুল দ্রাবিড় জমানায় ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা টি দিলীপও থাকছেন।