নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম বহু আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাঁর সহকারী হিসাবে কোচিং স্টাফে কারা কারা থাকছেন, সেই নিয়েও এখনও কিছু জানানো হয়নি। শ্রীলঙ্কা সফরের (IND vs SL) মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে গম্ভীর জমানা শুরু হতে চলেছে। শোনা যাচ্ছে সেই সফরে গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফে যোগ দেবেন তাঁর দুই বিশ্বস্ত সঙ্গী অভিষেক নায়ার (Abhishek Nayar) এবং রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate)।
গম্ভীর কোচ হওয়ার জন্য যেসব প্রস্তাবগুলি বোর্ডের সামনে রেখেছিল, তার মধ্যে নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফ বাছাই করার স্বাধীনতা অন্যতম ছিল বলেই খবর। নায়ার এবং দুশখাতে, উভয়ের সঙ্গেই গম্ভীর কাজ করেছেন। কেকেআরের আইপিএল খেতাবজয়ী সাপোর্ট স্টাফের অঙ্গ ছিলেন দুইজনেই। বহুদিন ধরেই সাপোর্ট স্টাফ হিসাবে এই দুইজনের দলে যোগ দেওয়ার নাম শোনা যাচ্ছিল। যদিও বা এই বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে শ্রীলঙ্কা সফরে কিন্তু এই দুইজন ভারতীয় দলে যোগ দিতে চলেছেন বলে জোর জল্পনা।
এই দুইজনের সঙ্গে রাহুল দ্রাবিড় জমানায় ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা টি দিলীপও থাকছেন। তিনি ফিল্ডিং কোচের পদেই অব্যাহত থাকবেন বলে খবর। এক সূত্র জানান, 'দিলীপ নিজের অভিনব এবং কার্যকরী ফিল্ডিং ড্রিল এবং টিম বন্ডিং না না কার্যকলাপের জন্য বেশ খ্যাত। প্রবল প্রতিযোগিতা সম্পন্ন এক পরিবেশে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।' অভিষেক নায়ার ও টি দিলীপ গম্ভীরের সঙ্গেই একেবারে দ্বীপরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। তবে টেন দুশখাতে কবে যোগ দেবেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
বর্তমানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন দুশখাতে। তাই তিনি হয়তো সরাসরি সেখান থেকেই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। ভারতীয় দলের নতুন বোলিং কোচ হিসাবে গম্ভীরের আরেক পরিচিত তারকা মর্নি মর্কেলের নাম শোনা যাচ্ছে। গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন মর্কেল দলের বোলিং কোচ ছিলেন। নাইট রাইডার্সের হয়ে দুইজনে একসঙ্গেও খেলেওছেন। তবে প্রোটিয়া তারকার দলে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে এই বিষয়ে গম্ভীরের আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বড় বদল ঘটতে চলেছে শুভমন গিলের নেতৃতবাধীন গুজরাত টাইটান্সে?