মুম্বই: ইডেনের পিচ নিয়ে বিতর্কের শেষ নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে প্রথম টেস্ট। স্পিন ট্র্যাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলার ছক কষেছিলেন গৌতম গম্ভীর ও টিম ম্য়ানেজমেন্ট। কিন্তু সেই জালে নিজেরাই জড়িয়ে গিয়েছে। প্রোটিয়া স্পিনারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে ভারতী ব্যাটারদের। ইডেনের পিচ নিয়ে এবার মুখ খুললেন হরভজন সিংহ। টেস্ট ক্রিকেট ধ্বংসের পথে এমনও মন্তব্য করেছেন তিনি। পরোক্ষভাবে কোচ গৌতম গম্ভীরকেই কি খোঁচা দিলেন ভাজ্জি।
চতুর্থ ইনিংসে ১২৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় দল মাত্র ৯৩ রানে অল আউট হয়ে গিয়েছিল। ভাজ্জি নিজের ইউটিউব চ্যানেলে বলছেন, ''টেস্ট ক্রিকেটটা পুরো শেষ করে দিচ্ছে। রেস্ট ইন পিস টেস্ট ক্রিকেট। এখন নিজেদের মত পিচ তৈরি করা হচ্ছে। এখানে কোনও দল জিতছে, কোনও দল হারছে। কেউ বল হাতে সাফল্য পাচ্ছে, উইকেট তুলছে। কেউ রান পাচ্ছে। সবাই ভাবছে যে এটাই হয়ত ঠিক। কিন্তু আমি মনে করি এভাবে টেস্ট ক্রিকেট চলতে পারে না।''
এমন ধরণের পিচে খেললে, ভারতীয় ক্রিকেটের উন্নতি হবে না বলেই মনে করেন টার্বুনেটর। তিনি বলছেন, ''এভাবে চললে কখনও তুমি এগােচ্ছ না। এভাবে শুধুমাত্র একটা বৃত্তের মধ্যেই তুমি ঘুরে যাচ্ছ। তুমি জিততে পারছ। কিন্তু এতে কোনও সুবিধে হচ্ছে না। কোনও উন্নতি হবে না এতে। ক্রিকেটার হিসেবে তোমার কোনও উন্নতি হচ্ছে না। এখনই সময় যে নিজেকে যাচাই করার।''
উল্লেখ্য, ইডেনে ভারতের এই পরাজয়ের পরেই ক্ষুব্ধ ভারতীয় প্রাক্তনী থেকে সাধারণ সমর্থকরা, সকলেই বেশ হতাশ। সেই হতাশা ক্ষোভে রূপান্তরিত হয়। আর ক্ষোভের আগুনটা পড়ে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ওপর। অনেকেই ভারতীয় দলের কোচকেই এই পরাজয়ের জন্য দায়ী করেন। ওয়াসিম জাফর যেমন ম্যাচশেষে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মনে হচ্ছে আমরা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হারের থেকে কিছুই শিক্ষা নিইনি। এমন ধরনের পিচে প্রতিপক্ষ স্পিনার আর আমাদের স্পিনারের মধ্যে তফাৎটা অনেকটাই কমে যায়। আমাদের আবার ক্লাসিক ভারতীয় পিচগুলিতে ফিরে যাওয়ার প্রয়োজন রয়েছে, যেমন ২০১৬-১৭ মরশুমে বিরাটের অধিনায়কত্বে ইংল্যান্ড এবং নিউজ়িল্যান্ড সিরিজ়ের সময় ছিল।'
আগামী ২২ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দুটো দল আবার আমনে সামনে হবে।