কলকাতা: আর জি কর হাসপাতালে (RG Kar Case) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা ঘিরে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। প্রতিবাদে, ন্যায়বিচারের দাবিতে চলছে আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়েই উঠে গিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।
আর জি কর কাণ্ডের জেরে একাধিক বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল বা স্থগিত হয়েছে। কলকাতায় কনসার্ট স্থগিত করে দিয়েছিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। কলকাতা, গোটা বাংলা জুড়ে স্বর উঠেছে, পুজোয় আছি, উৎসবে নেই।
আর জি কর কাণ্ডের জের কি এবার টেমস পাড়েও? পুজোর সময় লন্ডনে নিজের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান করবেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। মহালয়ার পর থেকেই একাধিক জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্ত্রীয়ের।
কিন্তু সেই অনুষ্ঠানের মধ্যে একটি বাতিল করা হয়েছে। লন্ডনের এক পুজো কমিটির তরফে দাবি করা হয়েছে, ৫ অক্টোবর পূর্ব নির্ধারিত সূচি থাকলেও ডোনা গঙ্গোপাধ্যায় ও দীক্ষামঞ্জরীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আর জি কর আবহে সদস্যদের আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে দাবি করা হয়েছে ওই পুজো কমিটির তরফে। অনুষ্ঠান বাতিলের বিষয়টি পুজো উদ্যোক্তাদের তরফে সমাজমাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে।
ডোনা জানিয়েছেন, আর জি কর কাণ্ডের রেশ পড়েছে দুনিয়াজুড়ে। এই আবহে তিনি নিজেও চান না কোনও বিনোদনমূলক অনুষ্ঠান করতে। তাই উদ্যোক্তাদের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন তিনি, খবর সূত্রের। তবে ওই অনুষ্ঠান বাতিল হলেও লন্ডনে বেশ কিছু অনুষ্ঠান তিনি করবেন লন্ডনে। সব অনুষ্ঠানেই থাকছে অশুভ শক্তির বিনাশের প্রার্থনা। যা বর্তমান সময়ে আরও বেশি করে প্রয়োজনীয় হয়ে পড়েছে বলেই মনে করছেন ডোনাও।
বিশ্বজুড়ে আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে আন্দোলন চলছে। ডোনা জানিয়েছেন, লন্ডনে কোনও অনুষ্ঠানেই শুধু বিনোদনমূলক পরিবেশনা করতে চাইছেন না তিনি। ডোনা জানিয়েছেন, নাচের মাধ্যমেই প্রতিবাদে থাকতে চান তিনি।
রবিবার, ২২ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে একটি নৃত্যনাট্যর আয়োজন করেছে ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরী। সেদিন দুর্গতিনাশিনী নৃত্যনাট্য পারফর্ম করবেন ডোনা নিজে। সঙ্গে থাকবেন দীক্ষামঞ্জরীর সমস্ত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: চাই না বাচ্চারা আমাকে নকল করুক, বাংলাদেশকে ছারখার করে বলছেন বুমরা
এবিপি আনন্দকে ডোনা বলেছিলেন, 'সমাজের সমস্ত পাপ ধুয়ে যাক, অশুভ শক্তির বিনাশ হোক, নাচের মাধ্যমে এই প্রার্থনাই করব আমরা। যে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে সকলে যাচ্ছি, চারপাশে এত নেতিবাচক আলোচনা, সব কিছুর ইতি হোক। ইতিবাচক বার্তা দেওয়ার জন্যই এই নৃত্যনাট্যর অবতারণা। মহিষাসুর মানেই অন্ধকার, খারাপ, অশুভ এক শক্তি। সর্বশক্তিময় ঈশ্বরের কাছে আমরা সমাজের অসুর দমনের প্রার্থনা করব।'
আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার