বর্ধমান: সোমবার গোটা দেশের নজর ছিল রাজধানী দিল্লির দিকে। সুপ্রিম কোর্টের (Supreme Court) দিকে। যেখানে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যা কাণ্ডের মামলার শুনানি ছিল। আর সেই শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে। সুপ্রিম কোর্ট এ-ও নির্দেশ দিয়েছে যে, জুনিয়র চিকিৎসকেরা এর পরেও কাজে না ফিরলে রাজ্য পদক্ষেপ করলে তা শীর্ষ আদালত আটকাতে পারবে না।
সুপ্রিম কোর্টের নির্দেশ জানার পর এ নিয়ে নিজের মত প্রকাশ করলেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। সোমবার বর্ধমানে একটি নাচের অনুষ্ঠানে যোগ দেন ডোনা। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে, এ নিয়ে কী মত?
ডোনা বলেন, 'হ্যাঁ, এত লোক অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেকে প্রাণ হারাচ্ছেন। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য করা।' এরপরই ডোনা বলেন, 'দেখুন যেটা হয়েছে রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু কলকাতার, বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এটা তো বাংলার একটা গর্ব যে, বাংলার সব মানুষরা এত প্রতিবাদ করছে। এটা একটা বিশাল ব্যাপার। এটা যেমন একটা দুঃখের বিষয় তেমন সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। যেমন আমরা আজকেও একটা তাসের দেশ করছি। এটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি ন্যায়বিচার পেয়ে যাবে।'
এর আগে ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর উদ্যোগে কলকাতায় একটি প্রতিবাদ মিছিল হয়েছিল। ন্যায়বিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে বৃষ্টিতে ভিজে রাস্তায় হেঁটেছিলেন ডোনা, কন্যা সানা। সৌরভও প্রতিবাদে শামিল হয়েছিলেন। মোমবাতি জ্বেলেছিলেন দাদা। সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সৌরভ বলেন, 'যে বা যারা এই কাজটা করেছে, তাদের শাস্তি দিতেই হবে। আর এমন শাস্তি দিতে হবে, তা যেন সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থেকে যায়।'
আরও পড়ুন: শামি-সিরাজের মতোই... ভারতীয় দলের পরবর্তী সুপারস্টার পেসারকে বেছে নিলেন সৌরভ