বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে উত্তরাঞ্চলকে হারিয়ে নাগাড়ে দ্বিতীয়বার দলীপ ট্রফির (Duleep Trophy) ফাইনালে নিজেদের টিকিট পাকা করল দক্ষিণাঞ্চল (South Zone vs North Zone)। উত্তরাঞ্চলকে দুই উইকেটে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে পৌঁছল হনুমা বিহারীর নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল। ফের একবার পশ্চিমাঞ্চলের বিরুদ্ধেই খেতাবি লড়াইয়ে মাঠে নামবে দক্ষিণাঞ্চল। কিন্তু এই ম্যাচের শেষে উত্তরাঞ্চলের এক কাণ্ড ঘিরে বিতর্কের ঝড়।


লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য ২১৫ রান তাড়া করতে নেমে দক্ষিণাঞ্চল দুই উইকেটে ম্যাচ জিতে নেয়। বৃষ্টি ও খারাপ আলোর জন্য একাধিকবার ম্যাচ বিঘ্নিত হয়। তবে কোনওরকমে ম্যাচ জিতে নেয় ময়ঙ্ক আগরওয়ালের অর্ধশতরান ও রিকি ভুইয়, হনুমা বিহারীর আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ম্যাচ জিতে নেয় দক্ষিণাঞ্চল। তবে গোল বাধে ম্যাচের চতুর্থ ইনিংসে উত্তরাঞ্চলের এক বোলার নিজের ওভারের শেষ তিন বল করতে চার মিনিট ৪৩ সেকেন্ড সময় নেন। এই নিয়েই তুমুল বিতর্কের সৃষ্টি হয়। 


ম্যাচের প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ১৯৮ রানের জবাবে দক্ষিণাঞ্চল ১৯৫ রানেই অল আউট হয়ে যায়। তাই ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে লিডের সুবাদে উত্তরাঞ্চলই ম্যাচ জিতে নিত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেই কারণেই সম্ভবত সময় নষ্টের পরিকল্পনা নিয়েছিল উত্তরাঞ্চল। কিন্তু তাতে শেষমেশ লাভের লাভ কিছুই হয়নি। ময়ঙ্কের ৫৪ রানের ইনিংসের পর হনুমা ও রিকি ভুই ১০০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে যথাক্রমে ৪৩ ও ৩৪ রান করেন। তিলক ভার্মাও ২৫ রানের ইনিংস খেলেন। শেষমেশ সাই কিশোর মাথা ঠান্ডা রেখে দলকে জয় এনে দেন। দুই ছক্কা মেরে দক্ষিণাঞ্চলের জয় সুনিশ্চিত করেন তিনি, অপরাজিত থাকেন ১৫ রানে।


 






ম্যাচের দুই ইনিংসেই অর্ধশতরান করার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন ময়ঙ্ক। দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করা কর্ণাটকের অভিজ্ঞ ব্যাটার প্রথম ইনিংসে ৭৬ রান করেছিলেন। নাইট তারকা হর্ষিত রান তিন উইকেট নিয়েও তাঁর দলকে জেতাতে পারলেন না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !