চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে আফগানিস্তান। শতরান হাঁকালেন ইব্রাহিম জাদরাদ ও রহমনউল্লাহ গুরবাজ। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান বোর্ডে তুলে নেয় আফগানিস্তান। ওপেনিংয়ে নেমেছিলেন ইব্রাহিম ও রহমনউল্লাহই। ২ জনেই শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেন। ১২৫ বলে ১৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন রহমনউল্লাহ গুরবাজ। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান আইপিএলকেকেআরের হয়ে খেলা গুরবাজ। অন্য়দিকে ১১৯ বলে ১০০ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। তিনি নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। মিডল অর্ডারে নবি ১৫ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন।


বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমন ও হাসান মাহমুদ ২টো উইকেট নেন। শাকিব আল হাসান ও মেহদি হাসান মিরাজও ২টো উইকেট নেন। ১ উইকেট নেন এবাদত হোসেন। 


রান তাড়া করতে নেমে ১৮৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের ইনিংস। একমাত্র ব্যাটার হিসেবে মুশফিকুর রহিম অর্ধশতরানের ইনিংস খেলেন। তিনি ৬৯ রান করেন। এছাড়া কেউই মুশফিকুরকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। ২৫ রান করেন শাকিব আল হাসান ও মেহদি হাসান মিরাজ। আফগান বোলারদের মধ্যে ফাজাল্লাখ ফারুখি ও মুজিব উর রহমন ২ জনেই ৩টি করে উইকেট নেন। 


নিয়ম বদল হচ্ছে মুস্তাক আলিতে


বিসিসিআইয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়ম মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে (Sayed Mustaq Ali T20 Trophy) আসন্ন মরসুমে কিছু বদল আনা হচ্ছে। মূলত তিনটি বদল হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মোট ৩টি বদল করা হচ্ছে নতুন মরসুম থেকে। প্রত্যেক ওভারের জন্য দুটো করে বাউন্সার নির্ধারণ করা হয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মেও কিছু বদল আনা হচ্ছে। গতবারই প্রথমবার ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যবহার করা হয়েছিল মুস্তাক আলিতে। কিন্তু গতবার কোনও ইনিংসের ১৪ ওভারের পরই ইম্প্যাক্ট প্লেয়ারকে ব্যবহার করানো হত। কিন্তু এবার থেকে নতুন নিয়মে ইনিংসের যে কোনও সময়ই এই ইম্প্যাক্ট প্লেয়ারকে ব্যবহার করতে পারবে কোনও দল। গত আইপিএলেও এভাবেই এই ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যবহার করানো হয়েছে। 


এছাড়াও দলগুলো এবার থেকে টসের আগেই দলগুলোকে তাঁদের প্রথম একাদশ ঘোষণা করতে হবে। এছাড়াও চারটি সাবস্টিটিউট প্লেয়ারের নামও ঘোষণা করতে হবে। মুম্বইয়ে গতকাল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই এই নিয়মগুলোয় বদল আনা হয়েছে। উল্লেখ্য, চলতি মরসুমে ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি। ইরানি কাপের পর ও বিজয় হাজারে ট্রফির আগেই এই টুর্নামেন্ট আয়োজিত হবে।