বেঙ্গালুরু: চলতি দলীর ট্রফির (Duleep Trophy 2023) সেমিফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতীয় দলে ব্রাত্য চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। প্রথম ইনিংসে ব্যাট হাতে তেমন রান করতে পারেননি পূজারা। মাত্র ২৮ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকালেন তারকা ক্রিকেটার। পূজারার দুরন্ত শতরানে ভর করেই তৃতীয় দিনের শেষে মধ্যাঞ্চলের বিরুদ্ধে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে নিজেদের হাতে নিয়ে নিল পশ্চিমাঞ্চল (West Zone vs Central Zone)।
এদিন ১৪৯ রানে তিন উইকেট থেকে নিজেদের ইনিংস শুরু করেছিল পশ্চিমাঞ্চল। সরফরাজ খান দিনের শুরুর দিকেই মাত্র ছয় রান করে সাজঘরে ফিরে গেলেও, অর্ধশতরানে ব্যাট করা পূজারা কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। একদিকে যেখানে পরপর নিরন্তর ব্যবধানে উইকেট হারাচ্ছিল পশ্চিমাঞ্চল, সেখানে পূজারা ক্রিজে টিকে থেকে নিজের দক্ষতার প্রদর্শন দেন। সৌরভ কুমারকে দুইটি চার হাঁকিয়ে নিজের শতরান পূর্ণ করেন পূজারা। ১৩৩ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও একটি ছক্কায়।
পূজারার এই শতরান হাঁকিয়েই এই বিশেষ তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি পূজারার ৬০ নম্বর শতরান। তিনি ভারতীয় হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক শতরান করার তালিকায় প্রথম পাঁচে নিজের নাম লিখিয়ে ফেললেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিজয় হাজারের সঙ্গে বর্তমানে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে যুগ্মভাবে রয়েছেন ৮১ শতরান হাঁকানো সুনীল গাওস্কর ও সচিন তেন্ডুলকর।
পূজারার শতরান বাদে পশ্চিমাঞ্চলের হয়ে দ্বিতীয় ইনিংসে কেবলমাত্র সূর্যকুমার যাদবই পশ্চিমাঞ্চলের হয়ে অর্ধশতরান হাঁকাতে সক্ষম হন। তিনি ৫২ রানের ইনিংস খেলেছেন। প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চলের নায়ক অতীত শেঠও কিন্তু একেবারেই রান পাননি। মাত্র ৯ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। হেত পটেল ২৭ রানের ইনিংসে একটু লড়াই করার চেষ্টা করেন বটে। তবে তারপর লোয়ার অর্ডারে আর কোনও পশ্চিমাঞ্চল ব্যাটার রান করতে পারেননি। মধ্যাঞ্চলের হয়ে সৌরভ কুমার চার ও সারাংশ জৈন তিন উইকেট নেন। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে নয় উইকেটের বিনিময়ে পশ্চিমাঞ্চলের স্কোর ২৯১ রান। আপাতত তাঁরা ৩৮৩ রানে এগিয়ে রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?