বেঙ্গালুরু: ঘরোয়া ক্রিকেটে গুচ্ছ গুচ্ছ রান। চলতি বছরের শুরুতেই জাতীয় দলে টেস্টে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। আর গতকাল ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে নিজের প্রথম আন্তর্জাতিক শতরানও হাঁকিয়ে ফেলেন সরফরাজ খান। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে ১১৭ রান বোর্ডে যোগ করেছিলেন সরফরাজ। নিজে ১৫০ রানের ইনিংসও খেলেছিলেন। 


এর আগে পন্থের সঙ্গে জুটি বেঁধে ২৪০ রান বোর্ডে তুলেছিলেন সরফরাজ ভারতীয় 'বি' দলের হয়ে খেলতে নেমে। ভারত 'এ' দলের হয়ে খেলতে নেমে এই পার্টনারশিপ গড়েছিলেন তাঁরা। ফের একবার এই জুটি জ্বলে উঠলেন, তবে এবার জাতীয় দলের জার্সিতে। দুরন্ত ইনিংস খেলার পর সরফরাজ বলছেন, ''আমরা দুজনেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিলাম। কিছুদিন আগে বেঙ্গালুরুতে এই মাঠেই দলীপ ট্রফির ম্য়াচ খেলেছিলাম। দ্বিতীয় ইনিংসে দুজনে মিলে রান করেছিলাম। এখানেও ঠিক সেরকমই করার চেষ্টা করেছিলাম। আমরা খেলার সময় এটাই আলোচনা করছিলাম যে দলীপ ট্রফির সেই মুহূর্তটা যেন ফিরে এসেছে।'' শনিবার দিনের দ্বিতীয় ওভারেই ও রুর্কের বিরুদ্ধে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন সরফরাজ। লেট কাট, স্কুপে সরফরাজ ইনিংস এগিয়ে নিয়ে যান। দেখতে দেখতেই নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি। তিন অঙ্কের রানে পৌঁছতে গর্জে উঠেন মুম্বইয়ের তরুণ ব্যাটার। সরফরাজ সেঞ্চুরি পূরণ করলেও সেঞ্চুরি মিস করলেন পন্থ। ৯৯ রানে রর্কের বলে প্লেড অন তিনি। দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে প্যাভিলিয়ন ফিরতে হয় পন্থকে।


এই পরিস্থিতিতে রোহিত শর্মারা চাইছেন কিছু একটা মিরক্যাল। এর আগে ২০০৪ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমসংখ্যক রানের পুঁজি ডিফেন্ড করে ম্য়াচ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। আবার বৃষ্টিও খেলাতে বাধা দিতে পারে। সেক্ষেত্রে কিছুটা সুবিধে হবে রোহিতদের জন্য। ম্য়াচ আপাতত যে জায়গায় দাঁড়িয়ে তাতে কিউয়িদের জয়ের সম্ভাবনাই প্রবল। তবে বৃষ্টি হলে সেখানে ম্য়াচ ড্র হওয়ার দিকে এগোবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পঞ্চম দিনেও আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার নয়। সকাল ৯ টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫১ শতাংশ। ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও খেলার সময়ে ১০০ শতাংশ মেঘাচ্ছন্ন আকাশ থাকে। তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। যদিও একটু বিকেলের দিকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।