বেঙ্গালুরু: নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম দিনেও কি বৃষ্টি তাল কাটবে খেলায়। বেঙ্গালুরু টেস্টে (Bengaluru Test) প্রথম দিনে এক বলও খেলা সম্ভব হয়নি। কিন্তু পরের তিনদিনে খেলা হলেও বারবার বৃষ্টি এসে বাধ সেধেছে। তার পরও এই ম্য়াচে এখনও পর্যন্ত ৯১০ রান বোর্ডে উঠেছে। ৩০ উইকেটও পড়েছে। আজ পঞ্চম দিনে কিউয়িদের সামনে জয়ের জন্য প্রয়োজন মাত্র ১০৭ রান। ভারতের প্রয়োজন ১০ উইকেট। তবে বৃষ্টিও হতে পারে।


এই পরিস্থিতিতে রোহিত শর্মারা চাইছেন কিছু একটা মিরক্যাল। এর আগে ২০০৪ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমসংখ্যক রানের পুঁজি ডিফেন্ড করে ম্য়াচ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। আবার বৃষ্টিও খেলাতে বাধা দিতে পারে। সেক্ষেত্রে কিছুটা সুবিধে হবে রোহিতদের জন্য। ম্য়াচ আপাতত যে জায়গায় দাঁড়িয়ে তাতে কিউয়িদের জয়ের সম্ভাবনাই প্রবল। তবে বৃষ্টি হলে সেখানে ম্য়াচ ড্র হওয়ার দিকে এগোবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পঞ্চম দিনেও আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার নয়। সকাল ৯ টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫১ শতাংশ। ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও খেলার সময়ে ১০০ শতাংশ মেঘাচ্ছন্ন আকাশ থাকে। তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। যদিও একটু বিকেলের দিকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।


অতীতেও ১০৬ রানের পুঁজি নিয়ে ভারতের টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব রয়েছে। কিউয়িদের সামনে জয়ের জন্য লক্ষ্য বড় নয়। কিন্তু ইতিহাস ভারতীয় সমর্থকদের মনে আশার আলো জাগাবে। ভারতীয় দল অতীতেও ১০৬ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে প্রতিপক্ষ যে সে দল নয়, বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া।  ঘটনাটি দুই দশক আগের। ২০০৪ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায় ভারত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ২০৩ রানেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয় ভারত। মাইকেল ক্লার্কের নয় রানে ছয় উইকেটের জেরে দ্বিতীয় ইনিংসেও ২০৫ রানের বেশি করতে পারেনি ভারত। সেক্ষেত্রে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১০৭ রানের লক্ষ্যমাত্র ছিল। এত কম রান নিয়ে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সৌজন্যে দলের স্পিনাররা। হরভজন সিংহের পাঁচ উইকেটসহ ভারতীয় স্পিনাররা দ্বিতীয় ইনিংসে মোট নয় উইকেট নেয়। ভারতীয় স্পিন ফাঁদে মাত্র ৯৩ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।