আল আমেরাট: মাঠে তারা চিরপ্রতিদ্বন্দ্বী। মঞ্চ যাই হোক না কেন, ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি মানেই পরতে পরতে নাটক। এমার্জিং এশিয়া কাপে ভারত এ বনাম পাকিস্তান শাহিনস ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর মাত্র ৭ রানে জয় ছিনিয়ে নিল ভারত। আল ওমানের আল আমেরাট স্টেডিয়ামে শেষ ওভারে হল ম্যাচের নিষ্পত্তি।
এই জয়ের ফলে গ্রুপ বি-র পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এল ভারত। তাদের ঝুলিতে ২ পয়েন্ট। ভারতের নেট রান রেট ০.৩৫০। আয়োজক দেশ ওমানকে প্রথম ম্যাচে ৪ উইকেটে হারানোর পর গ্রুপ শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। পয়েন্ট সমান হলেও ভারত সামান্য পিছিয়ে রয়েছে রান রেটে।
শনিবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত এ-র অধিনায়ক তিলক বর্মা। টি-২০ ফর্ম্যাটের এই টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৩ রান তুলেছিল ভারত এ। অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংহ ওপেনিং জুটিতে ঝোড়ো ৩৬ রান যোগ করে দলের ইনিংসের ভিত গড়ে দেন। সুফিয়ান মাকিমের বলে আউট হওয়ার আগে ৩৫ রান করে যান অভিষেক। মাত্র ১৯ বলে ৩৬ রান করে ফেরেন প্রভসিমরন।
তবে ভারত এ-র সর্বোচ্চ স্কোরার অধিনায়ক তিলক বর্মা। ৩৫ বলে ৪৪ রান করেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে নজরকাড়া ক্রিকেটার। শেষ দিকে নেমে ঝোড়ো ১৭ রান করেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা রামনদীপ সিংহ। পাক বোলারদের মধ্যে ৪ ওভারে ২৮ রান খরচ করে ২ উইকেট নেন মাকিম।