বেঙ্গালুরু: চাপের মুখে আগ্রাসী ব্যাটিং করে দলীপ ট্রফির ম্যাচ জমিয়ে দিলেন সরফরাজ খান ও ঋষভ পন্থ।
বেঙ্গালুরুতে দলীপ ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্ডিয়া এ ও ইন্ডিয়া বি (India A vs India B)। ইন্ডিয়া বি প্রথম ইনিংসে ৩২১ রান করেছিল। জবাবে ইন্ডিয়া এ-র প্রথম ইনিংস ২৩১ রানে শেষ হয়ে যায়। ৯০ রানেরক লিড নিয়েছিল ইন্ডিয়া বি। দ্বিতীয় ইনিংসে অবশ্য বিপাকে পড়ে গিয়েছিল ইন্ডিয়া বি। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসে। যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ৩০ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি ফিরে যান মাত্র ৯ রান করে। বড় মঞ্চে ফের ব্যর্থ বাংলার অভিমন্যু ঈশ্বরণ। তাঁকে ইন্ডিয়া বি দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। এমনকী, ঋষভ পন্থের মতো বড় নামও খেলছেন বাংলার ক্রিকেটারের নেতৃত্বে।
কিন্তু ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ অভিমন্যু। প্রথম ইনিংসে মাত্র ১৩ রান করে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর সামনে সুযোগ ছিল বড় রান করে দলের অবস্থান মজবুত করা ও জাতীয় নির্বাচকদের নজর কেড়ে নেওয়া। কিন্তু মাত্র ৪ রান করে কট বিহাইন্ড হয়ে যান অভিমন্যু। ঘাতক বোলারের নাম? বাংলারই পেসার আকাশ দীপ। তাঁর বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিমন্য়ু।
প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করা মুশির খান দ্বিতীয় ইনিংসে কোনও রান না করে ফেরেন। তাঁকেও ফেরান আকাশ দীপ। সেখান থেকেই ব্যাট হাতে প্রত্যাঘাত সরফরাজ ও পন্থের। চার নম্বরে নেমে ৩৬ বলে ৪৬ রান করেন সরফরাজ। সাতটি চার ও একটি ছক্কা মারেন তিনি। ৪৭ বেল ৬১ রান করেন পন্থ। লাল বলের ক্রিকেটে ফেরার পর তাঁর প্রথম হাফসেঞ্চুরি।১৯ রান করে ফেরেন নীতীশ কুমার রেড্ডি। তৃতীয় দিনের শেষে ইন্ডিয়া বি দলের স্কোর ১৫০/৬। সব মিলিয়ে ২৪০ রানে এগিয়ে রয়েছে তারা। রবিবার, ম্যাচের শেষ দিন রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে ম্যাচ।
আরও পড়ুন: মেসি এমন কী বললেন যে কেঁদে ভাসালেন দি মারিয়ার স্ত্রী-মেয়েরা? ভিডিও ভাইরাল