কলকাতা: আজই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিন। এই ম্যাচ শেষে আজকেই আসন্ন ওয়ান-ডে বিশ্বকাপের (ICC WC 2023) সূচি ঘোষণা হওয়ার কথা। এবারের বিশ্বকাপ আসর ভারতেই বসতে চলেছে। তাই কোথায়, কখন, কোন ম্যাচ আয়োজিত হবে, তা জানতে স্বাভাবিকভাবেই মুখিয়ে রয়েছে আপামর ভারতবাসী। তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজই।


বিশ্বকাপের সূচি ঘোষণা


এখনও পর্যন্ত সরকারি ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল। ঘটনাক্রমে এবারের বিশ্বকাপেও ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক পরিস্থিতি ভাল নয়, তাই দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজও আয়োজিত হয় না। ক্রিকেটের ময়দানে একমাত্র বড় বড় টুর্নামেন্টেই খেলে ভারত, পাকিস্তান। তাই দুই পড়শি দেশ একে অপরের বিরুদ্ধে কোথায়, কখন খেলবে, তা জানতে স্বাভাবিকভাবেই মুখিয়ে থাকে সমর্থকরা। শোনা যাচ্ছে ফাইনালের পাশাপাশি আমদাবাদেই ভারত-পাকিস্তান ম্যাচও হবে।


৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে। তাহলে কি ইডেন গার্ডেন্সে কোনও ম্যাচ খেলবে না ভারত? কয়টি ম্যাচই বা আয়োজন করবে ক্রিকেটের 'নন্দন কানন'। খবর অনুযায়ী ঐতিহাসিক ইডেনে আসন্ন বিশ্বকাপের চারটি ম্যাচ আয়োজিত হতে চলেছে এবং ভারতীয় দলও ইডেনে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ। তবে ইডেন ভারতের একটি ম্যাচই পেতে চলেছে। সম্ভবত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাটটি আয়োজিত হচে চলেছে ইডেন গার্ডেন্সে। ভারতের পাশাপাশি দুই পড়শি দেশ পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচও নাকি ইডেন পেতে চলেছে। তবে গোটা বিষয়টিতেই এখনও আইসিসির সিলমোহর পড়া বাকি।


হাইব্রিড মডেলে এশিয়া কাপ?


দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে না না জল্পনা-কল্পনা চলছেই। কোথায়, কীভাবে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে, তাই নিয়েও রয়েছে সংশয়। এবার সম্ভবত সেই সমস্যার সমাধান হতে চলেছে। খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) (PCB) প্রস্তাবিত হাইব্রিড মডেলেই সম্মতি দিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) (ACC)। 


হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের সিংহভাগ ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজিত হবে। তবে ভারত পাকিস্তানের ম্যাচসহ ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে। নিরপেক্ষ দেশ হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হচ্ছে বলে খবর। ভারতের গ্রুপপর্বের ম্যাচগুলির পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যদি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে সেই ফাইনালটিও দ্বীপরাষ্ট্রেই আয়োজিত হবে। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে আসন্ন সপ্তাহের শেষের দিকেই সরকারি ঘোষণা হতে পারে। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ