কলকাতা: ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসাবে শুভমন গিল (Shubman Gill) কেমন, মাঠে বসে চাক্ষুস করতে চান? বাংলার ক্রিকেটপ্রেমীরা অনেকেই ভেবেছিলেন যে, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অক্টোবর মাসে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট ম্যাচে মাঠে বসে ক্যাপ্টেন গিলের মুন্সিয়ানা দেখবেন। তবে তাঁদের আরও বেশি কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ, অক্টোবরে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট ম্যাচ হচ্ছে না ইডেনে।

তবে বঙ্গ ক্রিকেট অনুরাগীদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ, সবুরে মেওয়া ফলার মতো আরও বড় এক উপহার অপেক্ষা করে রয়েছে কলকাতার জন্য। কারণ ইডেনে হবে আরও বড় এক ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। যার অর্থ, আরও হাড্ডাহাড্ডি লড়াই। দল হিসাবে যে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক বেশি শক্তিশালী, এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে যে আরও রুদ্ধশ্বাস লড়াই অপেক্ষা করে থাকবে, বলার অপেক্ষা রাখে না।

নভেম্বর মাসে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ যে কলকাতায় আসবে, সেই খবর প্রথম লিখেছিল এবিপি আনন্দ। সেই খবরে সিলমোহর পড়ল সোমবার। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, ১৪-১৮ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ হবে ক্রিকেটের নন্দন কাননে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ যে নয়াদিল্লি থেকে ইডেনে স্থানান্তরিত হচ্ছে, ৪ জুন সেটা জানিয়েছিল এবিপি লাইভ বাংলা। সোমবার সেটাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বোর্ড। প্রথমে ঠিক ছিল, ১০-১৪ অক্টোবর ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ইডেনে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল দিল্লিতে। ১৪-১৮ নভেম্বর। কিন্তু সেই সময় রাজধানীতে দূষণের জন্য প্রত্যেক বছরই দৃশ্যমানতা কমে যায়। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সেই কারণেই ইডেন ও ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি স্টেডিয়াম)-র ম্যাচ অদলবদল হয়েছে।

 

অর্থাৎ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে দিল্লির ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি স্টেডিয়াম)-য়। আর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ হবে ইডেনে।

পাশাপাশি ম্যাচ সরানো হয়েছে চেন্নাই থেকেও। চেন্নাইয়ে মাঠ সংস্কারের কাজ চলছে বলে ভারত বনাম অস্ট্রেলিয়ার মহিলাদের ওয়ান ডে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল নিউ চণ্ডীগড়ে।