মুম্বই: রোহিত শর্মা নয়। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নয়। ভারতীয় দলের নেতৃত্বে তিলক ভার্মা (Tilak Varma)। না না, অবাক হবেন না। আসলে এমার্জিং এশিয়া কাপের জন্য় (Emerging Asia Cup 2024) ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাতেই দলকে নেতৃত্ব দেবেন তরুণ এই ক্রিকেটার। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টটি কুড়ির ফর্ম্য়াটে হবে এবার। যেখানে ভারতের হয়ে খেলবেন অভিষেক শর্মা, রাহুল চাহার, সাই কিশোর, অনুজ রাওয়াত, বৈভব আরোরার মত আইপিএলের দুর্দান্ত পারফর্ম করা পরিচিত মুখও। অভিষেক তো জাতীয় দলের জার্সিতেও নিজের ছাপ রাখছেন।


তিলক দেশের জার্সিতেও খেলেছন। সিনিয়র ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত মোট ৪টি ওয়ান ডে ও ১৬টি টি-টােয়েন্টি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটার। অভিষেককে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। গত আইপিএলকেকেআরের জার্সিতে হর্ষিত রানার পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টে নজর কেড়েছিলেন তরুণ বৈভব আরোরও। তাঁকেও এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে।



যে ভারতীয় এ দল ঘোষণা করা হয়েছে সেই দলে বাকিরাও কিন্তু আইপিএলে নিজেদের ফ্রাঞ্চাইজির হয়ে নজর কেড়েছেন। যেমন লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলা আয়ুশ বাদোনি, কেকেআরের রমনদীপ সিংহ, পাঞ্জাব কিংসের প্রভসিমরন সিংহ, মুম্বইয়ের নেহাল ওয়াধেরা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুজ রাওয়াত। এছাড়া গুজরাত টাইটান্সের সাই কিশোর, দিল্লি ক্যাপিটালসের হৃত্বিক শোকিন, দিল্লির রাশিক সালামও রয়েছেন। ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার নিশান্ত সিন্ধু। ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া গত দলীপ ট্রফিতে নজর কাড়া অংশুল কম্বোজ।

 

১৮ অক্টোবর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে ভারতীয় দল প্রথমবার নামবে ১৯ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়াও তাঁদের গ্রুপে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি। এই প্রথমবার এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হচ্ছে। এর আগের পাঁচবার এই টুর্নামেন্ট পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে হয়েছিল। ২০১৩ সালে উদ্বোধনী মরশুমে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। গত মরশুমে জয় পেয়েছিল পাকিস্তান শিবির।

 

এমার্জিং এশিয়া কাপে ভারতীয় এ স্কোয়াড: তিলক ভার্মা (অধিনায়ক), নিশান্ত সিন্ধু, অনুজ রাওয়াত, অভিষেক শর্মা, নেহাল ওয়াধেরা, প্রভসিমরণ সিংহ, অংশুল কম্বোজ, আকিব খান, বৈভব আরোরা, রশিক সালাম দার, সাই কিশোর, রাহুল চাহার, হৃত্বিক শোকিন