ট্রেন্ট ব্রিজ: বলা হয়, ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার চেয়ে কোনও অংশে কম নয় এই দুই দেশের দ্বৈরথের ঝাঁঝ। দুই দেশের মধ্যে অ্যাশেজ সিরিজ তো ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা হয়ে রয়েছে।


এবার ওয়ান ডে ক্রিকেটে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে ঘরের মাঠে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা ভাল হল না ইংল্যান্ডের। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে (England vs Australia) ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়ান ডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা।


নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার জয়ের কারিগর ফের ট্র্যাভিস হেড (Travis Head)। গত বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে যাঁর ব্যাটের ঝলসানিতে অস্ট্রেলিয়ার ট্রফি জয়ের পথ সুগম হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ১২৯ বলে অপরাজিত ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেললেন হেড। তাঁর ইনিংসে ২০টি চার ও পাঁচটি ছক্কা। ৩১৬ রানের কঠিন লক্ষ্য মাত্র ৪৪ ওভারে পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ওয়ান ডে ক্রিকেটে যুগ্মভাবে এটা অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৪৯.৪ ওভারে ৩১৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। শুরুতেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলে যাওয়া ফিল সল্ট আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে দ্রুত ১২০ রান যোগ করে ইংল্যান্ডকে ভাল জায়গায় রেখেছিলেন বেন ডাকেট ও উইল জ্যাকস। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ডাকেটের। মার্নাশ লাবুশেন ফেরান তাঁকে। সব মিলিয়ে তিন উইকেট লাবুশেনের। ৬২ রান করেন জ্যাকস। কেরিয়ারের একশোতম ওয়ান ডে ম্যাচে ৪৯ রানে তিন উইকেট নিলেন অ্যাডাম জাম্পা।







রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাথু পটসের বলে ফেরেন অজি অধিনায়ক মিচেল মার্শ। তারপর থেকে শুধুই হেড শো। ৯২ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন হেড। ১২৩ বলে করেন দেড়শো। ৭৭ রান করেন লাবুশেন। ম্যাচের সেরা হয়েছেন হেড।



আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের