চেন্নাই: তাঁর প্রথম স্পেলের ধাক্কায় ঘরের মাটিতে ভারতের প্রথম ইনিংসের মাথার দিক দুমড়ে গিয়েছিল। তবে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজার লড়াইয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছে ভারত। টস হেরে প্রথম ব্যাট করে এক সময় ১৪৪/৬ হয়ে যাওয়া ভারতীয় দল প্রথম দিনের শেষে চেন্নাইয়ে তুলেছে ৩৩৯/৬। সেঞ্চুরি করে ক্রিজে অশ্বিন। ৮৬ রান করে ক্রিজে জাডেজা। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন দেখছেন, পাঁচশো স্পর্শ করবে ভারতের ইনিংস। নিদেনপক্ষে সাড়ে চারশো তুলে টেস্টে চালকের আসনে বসবে ভারত, আশা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
তবে সেই স্বপ্নকে ও ভারতীয় ক্রিকেট দলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন হাসান মাহমুদ (Hasan Mahmud)। যিনি বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম দিন বল হাতে নজর কাড়লেন। ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টিই তাঁর। শিকারের ঝুলিতে বড় নাম। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল ও ঋষভ পন্থ।
প্রথম দিনের শেষে হাসান মাহমুদের হুঁশিয়ারি, ভারতকে চারশোর ভেতর অল আউট করে দেওয়াই তাঁদের লক্ষ্য। যার অর্থ, আর ৬১ রানের মধ্যে ভারতের শেষ ৪ উইকেট তুলে নেওয়ার অঙ্গীকার করছে বাংলাদেশ। ক্রিজে অশ্বিন ও জাডেজা যেভাবে জমে গিয়েছেন, তাতে হাসানের দাবি কতটা দিনের আলো দেখবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীরা সন্দিহান। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা মেনে নিয়েও তাই বলাবলি হচ্ছে, চারশোর মধ্যে ভারতকে অল আউট করা কঠিন।
প্রথম দিন খেলার শেষে হাসান মাহমুদ বলেছেন, 'আমার মতে ওদের চারশো রানের মধ্যে অল আউট করে দিতে পারলে সেটা আমাদের জন্য ভাল। উইকেট এখন ব্যাটিংয়ের জন্য অনেক ভাল। পরিবেশ, পরিস্থিতিও ব্যাটিং সহায়ক হয়ে উঠেছে। আমরা ভাবছি কী করে ভারতের ওপর পাল্টা চাপ তৈরি করা যায়। আশা করছি সেটা আমরা পারব।'
হাসান মাহমুদ মেনে নিয়েছেন, লাইন লেংথে কিছুটা এলোমেলো হয়ে পড়েছিলেন বাংলাদেশের বোলাররা। যে কারণে অনেক রান বেরিয়ে গিয়েছে। তবে দ্বিতীয় দিন দ্রুত উইকেট তুলে পাল্টা চাপ তৈরি করার কৌশলকেই আঁকড়ে ধরতে চাইছেন হাসান।
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
হাসান বলেছেন, 'আমরা যদি দিনের শুরুতেই উইকেট তুলে নিতে পারি, আমরা ম্যাচে ঘুরে দাঁড়াব। পিচ ব্যাটিং সহায়ক হয়ে উঠেছে। তবে ভাল বল করলে চাপ তৈরি করা যায়।'