ENG vs BAN LIVE: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৭ রানের বড় ব্যবধানে জয় ইংল্য়ান্ডের

England vs Bangladesh Live Score, World Cup 2023: সব মিলিয়ে বিশ্বকাপে চার সাক্ষাতে ইংল্যান্ড এবং বাংলাদেশ, দুই দলই দুইটি করে ম্যাচ জিতেছে ।

ABP Ananda Last Updated: 10 Oct 2023 06:39 PM
ENG vs BAN LIVE Score: জয় রুটদের

২২৭ রানে থেমে গেল বাংলাদেশের ইনিংস। জয় ইংল্যান্ডের।

ENG vs BAN LIVE Score: বাংলাদেশের ৬ উইকেটের পতন

৩৯ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৯ রান তুলে নিল বাংলাদেশ। 

ENG vs BAN LIVE Score: মুশফিকুর রহিম আউট

অর্ধশতরানের পরই ব্যক্তিগত ৫১ রানের মাথায় টপলির বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন মুশফিকুর রহিম।

ENG vs BAN LIVE Score: ৭৬ রান করে ফিরলেন লিটন

লিটন দাস ৭৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন।

ENG vs BAN LIVE Score: শতরানের দোরগোড়ায় বাংলাদেশ

একা লড়ছেন লিটন দাস। ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর সঙ্গে জুটি বেধে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের কিপার ব্যাটার ১৬ রানে খেলছেন। ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯৩/৪।

ENG vs BAN LIVE Score:বিরাট বিপাকে বাংলাদেশ

৫০ রানের চার উইকেট হারিয়ে বিরাট চাপে বাংলাদেশ। একা লিটন দাস লড়াই করলেও, বাংলাদেশের টপ অর্ডারের বাকি ব্যাটাররা সম্পূর্ণ ব্যর্থ। তানজিদ এক, নাজমুল শূন্য এবং মেহেদি হাসান মিরাজ আট রানে আউট হয়েছেন। ইংল্যান্ডের হয়ে রিস টপলি তিনটি উইকেট নেন। এক উইকেট নেন ক্রিস ওকস। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৯/৪।

ENG vs BAN LIVE Score: দারুণ শুরু

ক্রিস ওকসের বলে ইনিংসের প্রথম ওভারেই ১২ রান করলেন লিটন দাস, হাঁকালেন তিন তিনটি চার।

ENG vs BAN LIVE Score: বাংলাদেশের লক্ষ্য ৩৬৫

নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ৩৬৪ রান তুলল ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান বল হাতে চার উইকেট নেন। ইংল্যান্ডের হয়ে মালান ব্যাট হাতে ১৪০ ও রুট ৮২ রানের ইনিংস খেলেন। 

ENG vs BAN LIVE Score: ষষ্ঠ উইকেটের পতন

ম্যাচে নিজের দ্বিতীয় উইকেটটি পেলেন মেহেদি হাসান মিরাজ। ছন্দে দেখানো হ্যারি ব্রুককে ২০ রানে সাজঘরে ফেরালেন তিনি। ৪৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩২৯/৬।  

ENG vs BAN LIVE Score: শরিফুলের জোড়া সাফল্য

৪১তম ওভারে তিনশো রানে গণ্ডি পার করলেও, পরের ওভারেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিলেন শরিফুল ইসলাম। পরপর বলে ফেরালেন জো রুট (৮২) ও লিয়াম লিভিংস্টোনকে। ৪২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩০৭/৫।

ENG vs BAN LIVE Score: বড় সাফল্য

বাংলাদেশকে বড় সাফল্য এনে দিলেন মেহেদি হাসান মিরাজ। ১৪০ রানে বোল্ড হলেন ইংল্যান্ড ওপেনার। তবে সেট জো রুট এখনও ক্রিজে উপস্থিত রয়েছেন, তাঁর সংগ্রহ ৭৩ রান। তাঁকে সঙ্গ দিচ্ছেন জস বাটলার। ইংল্যান্ড অধিনায়ক নয় রানে ব্যাট করছেন। ৩৮ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২৭৯/২।

ENG vs BAN LIVE Score: মালানের শতরান, রুটের অর্ধশতরান

বিশ্বকাপে নিজের প্রথম তথা ওয়ান ডে ক্রিকেটে কেরিয়ারের ষষ্ঠ শতরান হাঁকালেন ডেভিড মালান। ৯১ বলে পূরণ করেন সেঞ্চুরি। জো রুটও দুরন্ত ছন্দে রয়েছেন। ৪৪ বলে হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৩৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৩২/১।

ENG vs BAN LIVE Score: প্রথম সাফল্য

নিজের শততম ওয়ান ডে ম্যাচে অর্ধশতরানের পরেই আউট হন জনি বেয়ারস্টো। তাঁকে ৫২ রানে সাজঘরে ফেরান শাকিব আল হাসান। তবে ইংল্যান্ডের হয়ে মালান ও জো রুট ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৪৯/১।  

ENG vs BAN LIVE Score: বেয়ারস্টোর অর্ধশতরান

১৬ ওভার শেষে বিনা উইকেটে শতরানের গণ্ডি পার করে ফেলল ইংল্যান্ড দল। নিজের ১০০ নম্বর ওয়ান ডে ম্যাচ খেলতে নামা বেয়ারস্টো ৫৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন।  

ENG vs BAN LIVE Score: মালানের অর্ধশতরান

প্রথম ম্যাচে রান পাননি। তবে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে দ্বলে উঠলেন মালান। মাত্র ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন তিনি। দ্রুত শতরানের দিকে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। ১৪ ওভার শেষে স্কোর বিনা উইকেটে ৮৯ রান। বেয়ারস্টো ৩৮ রানে ব্যাট করছেন।

ENG vs BAN LIVE Score: ছন্দে ওপেনাররা

১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৬১ রান। দুই ইংলিশ ওপেনার মালান এবং বেয়ারস্টো, উভয়কেই বেশ ছন্দে দেখাচ্ছে।

ENG vs BAN LIVE Updates: ভাল শুরু

ইংল্যান্ডের দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেছেন। আট ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৪৯ রান। বেয়ারস্টো ২৩ ও মালান ২৬ রানে ব্যাট করছেন। 

ENG vs BAN LIVE Score: টস জিতল বাংলাদেশ

টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ইংল্যান্ড এবং বাংলাদেশ, উভয় দলেই একটি করে বদল করা হয়েছে।

প্রেক্ষাপট

ধর্মশালা: ভারতের উচ্চতম আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার সেই মাঠে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে পরীক্ষা ইংল্যান্ডের (ENG vs BAN)। শৈলশহরে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা কি নিজেদের ক্রিকেটীয় দক্ষতার শিখরে পৌঁছতে পারবেন?


বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ ইংরেজদের। আর সেই মঞ্চে তাঁদের সামনে এমন এক দেশ, যারা সীমিত ওভারের ক্রিকেটে প্রতিপক্ষ হিসাবে বিপজ্জনক। বাংলাদেশ। যারা প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে এই মাঠেই। তারও আগে এশিয়া কাপে ভারতকে হারিয়ে দেয়। এশিয়া সেরা হলেও সেই ক্ষত ভারতীয় শিবিরের কাছে কাঁটার মতোই হয়ে থাকবে।


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ার্ল্যান্ডের কাছে পরাজয়ের পরেও চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। তবে প্রথম একাদশ নিয়ে একটা অস্থিরতা কারও নজর এড়ায়নি। তার ওপর ২০১১ ও ২০১৫ - দুটি বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজয়ের দগদগে স্মৃতি রয়েছে ইংল্যান্ডের। 


তবে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ১০৬ রানে দুরমুশ করেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১৫৩ রান করে যিনি ইংরেজ শিবিরের জয়ের ভিত সাজিয়ে দিয়েছিলেন, সেই জেসন রয় এবারের বিশ্বকাপের দলে সুযোগ পাননি। সব মিলিয়ে বিশ্বকাপে ৪ সাক্ষাতে দুই দলই জিতেছে ২ বার করে।


ইংল্যান্ডকে চাপে রাখবে ওয়ান ডে ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম। গত ১৫ মাসে ২০টি ওয়ান ডে ম্যাচের মধ্য়ে ৯টি জিতেছে ইংল্যান্ড। পরাজয় ১১টি ম্যাচে। ধর্মশালার পরিবেশ-পরিস্থিতি ইংল্যান্ড শিবিরকে মানসিকভাবে চাঙ্গা করতে পারে। কারণ, ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে বেশ মিল রয়েছে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে এই মাঠে দাপট দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। শাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ় ৬ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। ইংল্য়ান্ডের ব্যাটারদেরও যে তাঁরা কড়া পরীক্ষার মুখে ফেলবেন, বলার অপেক্ষা রাখে না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.