লন্ডন: বুম বুম বুমরা (Jasprit Bumrah), বক্স অফিস বুমরা বা ব্রিলিয়ান্ট বুমরা, যাই বলা হোক না কেন, বুমরাকে যে বিশেষণই দেওয়া হোক না কেন, তা যেন কমই। এজবাস্টনে তিনি খেলেননি, তবে লর্ডসে (ENG vs IND 3rd Test) ফিরেই যশপ্রীত বুমরা প্রমাণ করে দিলেন কেন তাঁকে সিংহভাগ ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমীরা বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার বলে মনে করেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা। লর্ডসের 'অনার্স বোর্ড' ১৫তম ভারতীয় বোলার হিসাবে নাম লেখান তিনি। এই কীর্তি নিঃসন্দেহেই দারুণ সৌভাগ্যের। এটি টেস্ট কেরিয়ারে বুমরার ১৫তম পাঁচ উইকেট হল ছিল। এই ৫ পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই তিনি কপিল দেবের এক দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফেললেন।

বিদেশের মাটিতে এই বুমরা এক ইনিংসে ১৩তম বার পাঁচ উইকেট নিলেন। বুমরা এখন বিদেশে এক ইনিংসে সবথেকে বেশি পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে গেলেন। তবে এই কৃতিত্ব গড়ার পরেও বুমরা তেমনভাবে সেলিব্রেট করার আগ্রহই দেখেননি। বরং তিনি নিজেকে খানিকটা আটকেই রাখেন। শেষমেশ কার্যত জোর করেই বুমরার হাত তুলে ধরেন তাঁর বোলিং পার্টনার মহম্মদ সিরাজ।

ম্যাচের প্রথম দিন কিন্তু তেমন সাফল্যই পাননি। কেবল হ্যারি ব্রুককে আউট করেন তিনি। তবে দ্বিতীয় দিনের শুরুর আধ ঘণ্টাতেই তিনি বল হাতে আগুন ঝরান। পরপর বেন স্টোকস, জো রুট ও ক্রিস ওকসকে আউট করেন তিনি। এরপরে পঞ্চম উইকেটের জন্য বেশ খানিকটা অপেক্ষা করতে হয় তাঁকে। তবে শেষমেশ জোফ্রা আর্চারের উইকেট ভেঙে তিনি নিজের পঞ্চম উইকেটটি নেন।

 

বুমরার সৌজন্যেই ভারতীয় দল ইংল্যান্ডকে চারশোর কম রানে আটকাতে রাখতে সমর্থ হয়। ইংল্যান্ডের হয়ে জো রুট শতরান হাঁকান। তার পাশাপাশি জেমি স্মিথ ও ব্রাইডন কার্স অর্ধশতরান হাঁকান। ভারতের হয়ে বুমরার পাশাপাশি নীতীশ কুমার রেড্ডি ও মহম্মদ সিরাজ দুইটি করে উইকেট নেন। একটি সাফল্য পান রবীন্দ্র জাডেজা।