লন্ডন: একেবারে টাই টাইয়ে শেষ হয়েছিল প্রথম ইনিংস। ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) চতুর্থ দিনের প্রথম সেশনটা সেই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সেশনটা কিন্তু দুরন্ত বোলিংয়ে ভারতীয় দল নিজেদের নামে করল। প্রথম সেশনে ২৪ ওভারে ইংল্যান্ড ৯৬ রান তুললেও চার চারটি সাফল্য পেল টিম ইন্ডিয়া। জোড়া উইকেট পেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি একটি করে সাফল্য পেলেন। আপাতত ইংল্যান্ডের স্কোর ৯৮/৪। ইংরেজদের হয়ে জো রুট ১৭ রান ও বেন স্টোকস দুই রানে অপরাজিত রয়েছেন।
দিনের শুরুটা বিনা উইকেটে দুই রানে করে ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ষষ্ঠ ওভারে মহম্মদ সিরাজ বেন ডাকেটকে ১২ রানে সাজঘরে ফেরান। ইংল্যান্ড ওপেনারকে আউট করেই উচ্ছ্বসিত ভঙ্গিমায় উইকেটটা উদযাপনও করেন সিরাজ। তাঁর একেবারে সামনে গিয়ে চিৎকার করে উইকেট সেলিব্রেট করতে দেখা যায় সিরাজকে, পাশাপাশি সেই মুহূর্তেই কাঁধ দিয়ে ইংরেজ ওপেনারকে হালকা ধাক্কাও দেন ভারতীয় ফাস্ট বোলার। অধিনায়ক শুভমন গিল কোনওরকমে সিরাজকে টেনে সরান। আম্পায়াররাও এই ঘটনায় তাঁকে সতর্ক করেন।
এরপরে বল হাতে সিরাজের ধার অবশ্য কমেনি। জলপানের বিরতির ঠিক আগেই অলি পোপকে চার রানে আউট করেন সিরাজ। আম্পায়ার তাঁকে প্রথমে আউট না দিলেও, ডিআরএসের সুবাদে সাফল্য পায় ভারত। এরপরে ব্যাটে নামেন প্রথম ইনিংসে শতরানকারী জো রুট। তবে ইংল্যান্ড ৫০ রানের গণ্ডি পার করতেই তৃতীয় সাফল্য পায় ভারত। নীতীশ কুমার রেড্ডির বলে গালিতে বেশ ভাল ক্যাচ ধরে ক্রলিকে ফেরান যশস্বী জয়সওয়াল। তাঁর সংগ্রহ ১২ রান।
তিন উইকেট পড়ে গেলেও হ্যারি ব্রুক অবশ্য এদিন নেমে শুরু থেকেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করেন। আকাশ দীপের পরপর তিন বল বাউন্ডারি পার করান তিনি। দুই চার ও একটি ছক্কা হাঁকান ব্রুক। তবে আকাশ দীপ ঠিক পরের ওভারেই মধুর প্রতিশোধ নেন। ব্রুকের মিডল স্টাম্প ভাঙেন তিনি। সেশনের বাকি সময়টায় যাতে আর কোনও উইকেট না পরে, সেটা সুনিশ্চিত করেন রুট ও স্টোকস।