লন্ডন: দুরন্ত লড়াইয়ের পর ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) প্রথম সেশন শেষ হল। সেশনের শুরুতে ভারতীয় বোলাররা দাপট দেখালেও ইংরেজ ওপেনাররা ম্যাচে অর্ধশতরানের পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তারপর নীতীশের (Nitish Kumar Reddy) বলে জোড়া উইকেট হারালেও জো রুট ও অলি পোপ ইনিংস খানিকটা সামলে নিয়েছেন। দুইজনে ৩৯ রান যোগ করে ফেলেছেন। প্রথম সেশন শেষে ইংল্যান্ডের স্কোর ৮৩/২।

এই ম্যাচে আবারও টস জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। লর্ডসে টস জিতে এই সিরিজ়ে প্রথমবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। দুই দলই গত ম্যাচ থেকে নিজেদের একাদশে এক বদল করে মাঠে নেমেছিল। শুরুতে বোলিং সহায়ক পরিবেশে বোলাররা নজর কাড়বেন এটাই স্বাভাবিক। আশা ছিল ভারতীয় বোলাররা তেমনটা করতে সক্ষম হবেন। আকাশ দীপ ও যশপ্রীত বুমরা দুরন্ত স্যুইংয়ে ইংল্যান্ড ওপেনারদের বেশ বিপাকে ফেলেনও বটে। তবে দুইজনে ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে সাজঘরে ফেরাতে ব্যর্থ হন।

 

প্রথম ঘণ্টায় ইংল্যান্ড তাঁদের 'বাজ়বল'-র বিপক্ষে গিয়ে অত্যন্ত দেখেশুনে মন্থর গতিতে রান তোলে। ১৩ ওভারে উঠে মাত্র ৩৯ রান। তবে ধীরে ধীরে এগিয়ে যায় ইংল্যান্ড ইনিংস। কোনও উইকেট না হারিয়েই ৫০ রানের গণ্ডির দিকে এগোচ্ছিলেন ইংরেজ ওপেনাররা। এমন পরিস্থিতিতেই ভারতীয় অধিনায়ক শুভমন দ্বিতীয় পরিবর্ত বোলার হিসাবে নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে আসেন। কার্যত 'আউট অফ সিলেবাস'-র মতো জোড়া সাফল্য পেলেন। ক্রলি ও ডাকেট, দুই ইংরেজ ওপেনারকেই যথাক্রমে ১৮ ও ২৩ রানে সাজঘরে ফেরান নীতীশ, তাও আবার একই ওভারে।

এরপরে পোপকে সঙ্গ দিতে মাঠে নামেন রুট। ইংল্যান্ডের সম্ভবত সেরা ব্যাটার বিগত দুই টেস্টে বড় রান পাননি। এই ম্য়াচে যেন সেই হতাশা দূর করার জন্য প্রথম থেকেই বদ্ধপরিকর দেখাচ্ছে রুটকে। তিনি মহম্মদ সিরাজের বলে দুই চার মেরে ১৮তম ওভারে ইংল্যান্ডকে ৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। এরপরে অবশ্য জমাট টেকনিক ও দুরন্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। পোপ ও রুট, উভয়কেই বেশ ভাল ছন্দে দেখাচ্ছে। রুট ২৪ ও পোপ ১২ রানে ক্রিজে রয়েছেন।