লন্ডন: দুরন্ত লড়াইয়ের পর ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) প্রথম সেশন শেষ হল। সেশনের শুরুতে ভারতীয় বোলাররা দাপট দেখালেও ইংরেজ ওপেনাররা ম্যাচে অর্ধশতরানের পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তারপর নীতীশের (Nitish Kumar Reddy) বলে জোড়া উইকেট হারালেও জো রুট ও অলি পোপ ইনিংস খানিকটা সামলে নিয়েছেন। দুইজনে ৩৯ রান যোগ করে ফেলেছেন। প্রথম সেশন শেষে ইংল্যান্ডের স্কোর ৮৩/২।
এই ম্যাচে আবারও টস জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। লর্ডসে টস জিতে এই সিরিজ়ে প্রথমবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। দুই দলই গত ম্যাচ থেকে নিজেদের একাদশে এক বদল করে মাঠে নেমেছিল। শুরুতে বোলিং সহায়ক পরিবেশে বোলাররা নজর কাড়বেন এটাই স্বাভাবিক। আশা ছিল ভারতীয় বোলাররা তেমনটা করতে সক্ষম হবেন। আকাশ দীপ ও যশপ্রীত বুমরা দুরন্ত স্যুইংয়ে ইংল্যান্ড ওপেনারদের বেশ বিপাকে ফেলেনও বটে। তবে দুইজনে ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে সাজঘরে ফেরাতে ব্যর্থ হন।