নয়াদিল্লি: আর সপ্তাহখানেকও বাকি নেই, আগামী শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। সেই সিরিজ় ঘিরে উত্তেজনার কমতি নেই। এই সিরিজ়ের মাধ্য়মেই তো ভারতীয় (Indian Cricket Team) টেস্ট দলের নব যুগের সূচনা হতে চলেছে। তিন মহারথীর অবসরের পর টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নিচ্ছেন শুভমন গিল।
সদ্য অবসর নেওয়া তিন ভারতীয় মহারথীর অন্যতম আর অশ্বিন সেই আসন্ন সিরিজ়ে ভারতীয় একাদশে এক বোলারকে রাখার জোরাল দাবি জানালেন। অশ্বিনের মতে, 'পিচ যদি আর্দ্র না হয়, তাহলে তো কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) অবশ্যই খেলানো উচিত। আর পিচ আর্দ্র হলে তখনও কুলদীপর খেলা উচিত। দলের সবার প্রথম নাম যশপ্রীত বুমরা। তারপর ম্যাচের গতি নিয়ন্ত্রণের জন্য রবীন্দ্র জাডেজাকে খেলানো উচিত, ও পাঁচ বা ছয়ে ব্যাটও করতে পারবে। তারপরেই আমি কুলদীপ যাদবের নাম নেব। এই বোলিং আক্রমণ বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও পরিবেশে যে কোনও ব্যাটিং লাইন আপকে আউট করতে পারে। মহম্মদ সিরাজের কথা ভুলে গেলেও চলবে না, ও একজন যোদ্ধা।'
২০১৮ সালের সফরে কুলদীপ যাদব ইংল্যান্ডে একটি মাত্র ম্যাচ খেলে কোনও উইকেট পাননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এমনিতে কুলদীপের রেকর্ড বেশ ভাল। চায়নাম্যান বোলার ইংরেজদের বিপক্ষে ছয় ম্যাচে ২২.২৮ গড়ে ২১টি উইকেট নিয়েছেন। তবে হ্যাঁ, গত বছর অক্টোবরে শেষবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন কুলদীপ যাদব। তাই তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পাওয়া যে নিশ্চিত নয়, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, টেস্ট সিরিজ় শুরুর আগে আপাতত ভারতীয় দলের ক্রিকেটাররা শেষ প্রস্তুতি ম্যাচ খেলছ। গতকাল থেকে আয়োজিত হওয়া আন্তঃদলীয় ম্যাচে বেশ ভাল ছন্দে দেখায় গিল, কেএল রাহুলকে। বল হাতে ভাল পারফর্ম করেন শার্দুল ঠাকুর। বিসিসিআইয়ের তরফে জানানো হয় শার্দুল এই ম্যাচের প্রথম দিন বল হাতে বেশ ভাল পারফর্ম করেন। ব্যাট হাতে অর্ধশতরান করেন গিল ও দলের সবথেকে অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল। ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নেমে শতরান হাঁকিয়েছিলেন রাহুল। তারপর এই আন্তঃদলীয় ম্যাচে অর্ধশতরান, সিরিজ় শুরুর আগে রাহুল যে বেশ ভাল ছন্দে রয়েছেন, তা বলাই বাহুল্য।