লিডস: শুক্রবার, ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। তার আগে মঙ্গলবারই লিডসে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টের আগে পুরোদমে অনুশীলনও করছে ভারতীয় দল। তবে এর আগেই ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) টিম ইন্ডিয়ার কোচের বিরুদ্ধে পক্ষপাতিত্বের মারাত্মক অভিযোগ আনলেন।

Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী ভারতীয় দলের অনুশীলন সেশনে খেলোয়াড়রা একে অপরকে বিভিন্ন বিষয়ে খোঁচা তো দেনই, চলে স্লেজিংও। ভারতীয় দলের তারকার ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বেশ অনেকক্ষণ ঘাম ঝরান। কড়া অনুশীলন করেন পন্থ, গিলরা। বুধবার ফিল্ডিং কোচ টি দিলীপ সর্বপ্রথম খেলোয়াড়দের ডিরেক্ট হিট করার চ্যালেঞ্জ দেন। এই ফিল্ডিং অনুশীলনের এই ভাগেই পন্থ পক্ষপাতিত্বের অভিযোগ আনেন ফিল্ডিং কোচের বিরুদ্ধে। তাঁকে বলতে শোনা যায়, 'বাঁ-হাতি ক্রিকেটারকে বাঁ-দিকেই দাঁড় করালেন!' অর্থাৎ বাঁ-হাতি ক্রিকেটার হয়েও বাঁ-দিকে দাঁড় করিয়ে ক্রিকেটার ডাইরেক্ট হিট মারার বাড়তি সুবিধা করে দিচ্ছেন দিলীপ, এই অভিযোগই আনেন পন্থ।

তবে গোটাটাই কিন্তু একেবারে মজার ছলেই হয়। দিলীপের ফিল্ডিং সেশনে এর আগেও বিসিসিআইয়ের পোস্ট করা না না ভিডিওতে বারংবার দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটাররা অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুশীলন করেন এবং তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি একে অপরকে হালকা খোঁচা দেওয়াও চলে। এই মন্তব্যও পন্থ মজার ছলেই করেছিলেন।

 

এই অনুশীলন সেশনে করুণ নায়ার, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণরা সকলেই দুই বার ডাইরেক্ট হিটে স্টাম্প ভাঙেন। তবে এই মজাদার প্রতিযোগিতার পর কড়া অনুশীলন শুরু হয়। নেটে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল সর্বপ্রথম ব্যাটিং করেন বল হাতে দেখা যায় মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাকে। দুই তারকা বোলারকেই বুধবার বেশ ছন্দে দেখায়। এরপর অধিনায়ক শুভমন গিল ও সহ-অধিনায়ক পন্থকে ব্যাটিংয়ে দেখা যায়। করুণ নায়ার ব্যাটিংয়ের সময় তলপেটে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আঘাত পান। পাঁজর ঠিক নীচেই করুণ আঘাত পান এবং খানিকটা পরে তাঁর ব্যথাটাও কমে।

বুমরার বিরুদ্ধে এদিন রাহুল, পন্থ, যশস্বী, কেউই তেমন ছন্দে ব্যাটিং করতে পারেননি। তবে শুভমন গিলকে কিন্তু বেশ ছন্দে দেখায়। তিনি বেশ ভালভাবেই ব্যাটিং অনুশীলন সারেন।