বেকেনহ্যাম: আর সপ্তাহখানেকও বাকি নেই। পরের শুক্রবার, ২০ জুন থেকে শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। সেই সিরিজ় শুরুর আগে শেষবেলার প্রস্তুতি সারছে ভারতীয় দল। এক আন্তঃদলীয় ম্যাচ খেলছে ভারতীয় ক্রিকেট দল। শনিবার, ১৪ জুন সেই চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন ছিল।

গতকাল বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল যে এই আন্তঃদলীয় ম্যাচে শুভমন গিল ও কেএল রাহুল অর্ধশতরান হাঁকিয়েছেন। শার্দুল ঠাকুরকে বল হাতে বেশ ভাল ছন্দে দেখিয়েছে। শনিবার সেই ম্য়াচের দ্বিতীয় দিনের একাধিক ছবি শেয়ার করে ভারতীয় বোর্ড। সেখানে শুভমন গিল, সাই সুদর্শন, যশস্বী জয়সওয়ালদের ব্যাটিং করতে দেখা যায়। প্রসিদ্ধ কৃষ্ণ, যশপ্রীত বুমরারা বোলিংও করেন। ছবিগুলির ক্যাপশনে বিসিসিআই লেখে, 'বেকেনহ্যামে আন্তঃদলীয় ম্যাচের কিছু মুহূর্ত। কয়েকজন ক্রিকেটার লাল বলে ক্রিকেট খেলা উপভোগ করছেন।'

 

দীর্ঘদিন পরে ভারতীয় টেস্ট দলে আবারও ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। এই সিরিজ়ের আগে আইপিএলে অনবদ্য ফর্মে ছিলেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন প্রসিদ্ধ। টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে টেস্টের লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ। ফর্ম্যাট বদলালেও আইপিএলের ফর্মই কিন্তু ধরে রাখতে আগ্রহী প্রসিদ্ধ।

বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসিদ্ধ বলেন, 'নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। যখন তখন সুযোগ আসতে পারে। তবে সত্যি বলতে যখন মাঠের বাইরে, একাদশের বাইরে বসে থাকতে হবে, তখন অনেক সময় লক্ষ্যস্থির থাকে না। কখনও কখনও মাঠের বাইরেও একটু আনন্দ করতে হয়। আমাদের দলে প্রত্যেকে যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন প্লেয়ার। সবাই জানে কীভাবে স্য়ুইচ অন ও অফ করতে হয়।''

ভারতীয় দল ও ভারতীয় এ দলের মধ্য়ে ইন্ট্রা স্কোয়াড ম্য়াচে অংশ নিয়েছেন সবাই। প্রসিদ্ধ কৃষ্ণও ম্য়াচে খেলছেন। প্রসিদ্ধ বলছেন, 'এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকের প্রস্তুতি ম্য়াচ দরকার ছিল। এ দল থেকে অনেকেই এসেছেন। এখানের পিচ যথেষ্ট শক্ত, সুন্দর। বোলাররা সুবিধে পাবে নিঃসন্দেহে। দারুণ কয়েকটি স্পেল করেছে ভারতীয় বোলাররা। এছাড়াও ব্যাটাররাও রান পেয়েছে।'  এবার দেখার ইংল্যান্ড সিরিজ়ে সুযোগ পেলে প্রসিদ্ধ কেমন পারফর্ম করেন।