লন্ডন: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। শুক্রবার থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নেমে পড়বে ভারতীয় দল (Indian Cricket Team)। বিরাট কোহলি, রোহিত শর্মা, আর অশ্বিনের অনুপস্থিতিতে এক তরুণ দলের নবনিযুক্ত অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। চ্যালেঞ্জটা শুধু অধিনায়ক হিসাবে নয়, ব্যাটার হিসাবেও বিদেশের মাটিতে টেস্টে নিজেকে প্রমাণ করার। 

Continues below advertisement


ভারতের বাইরে শুভমন গিলের টেস্ট রেকর্ড খুব একটা ভাল নয়। বিদেশের মাটিতে ১৩টি টেস্ট খেলে তিনি মাত্র ৩৪৯ রান করেছেন। ভারতীয় দলের গত অস্ট্রেলিয়া সফরে তিনি একাদশে নিজের জায়গাও হারিয়েছিলেন। ইংল্যান্ডে তো তাঁর রেকর্ড সবথেকে খারাপ। ইংল্যান্ডে গিলের গড় মাত্র ১৪.৬৬। এই খারাপ রেকর্ডের কথা মনে করিয়ে দিয়েই গিলকে সবার প্রথমে ব্যাট হাতে রান করে সকলের সম্মান অর্জন করার পরামর্শ দেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।


SKY Sports-কে কার্তিক এক সাক্ষাৎকারে বলেন, 'সর্বপ্রথম গিলকে আমি যে পরামর্শটা দেব সেটা হল কেবলমাত্র ফিল্ডিং করার সময়ই অধিনায়কত্বের কথা মাথায় আন। কোচেদের নিজেদের কাজ করতে দাও, তুমি আগে নিজের ব্য়াটিংয়ের ওপর নজর দাও। গিলের ক্ষেত্রে রান করে সাজঘরের সকলের সম্মান অর্জন করাটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেনা (SENA) দেশগুলিতে ওর যা রেকর্ড, তাতে ও নিজেও কিন্তু একেবারেই গর্বিত হবে না।'


কার্তিক যোগ করেন, 'ওর প্রথম টেস্টেই রান করাটা অত্যন্ত জরুরি যাতে পরের ম্যাচগুলিতে ওকে বাড়তি চাপ নিয়েমাঠে নামতে না হয়। যতটা সম্ভব ব্যাট হাতে ভাল পারফর্ম কর। অধিনায়কত্ব তো হবেই। ওকে সাহায্য করার জন্য কেএল রাহুল, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা অনেকে রয়েছে যারা অতীতে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছে। তবে ব্য়াটিংয়ের ক্ষেত্রে সবটা তো ওকে নিজেকেই করতে হবে।'


তবে সতীর্থ কুলদীপ যাদব কিন্তু শুভমন গিলের ওপর আস্থা রাখছেন। রবিবার, ১৫ জুন রিপোর্টারদের সামনে কুলদীপ নেতা শুভমনকে ভূয়সী প্রশংসায় ভরান। তিনি বলেন, 'আপনারা তো সকলে ইতিমধ্যেই দেখেছেন যে শুভমন গিল অধিনায়কত্বটা করতে পারে। ও অনেক সিনিয়রদের সঙ্গে কাজ করেছে। বিগত দুই বছরে তো রোহিত ভাইয়ের সঙ্গে অনেক কথা বলেছে, আলোচনা করেছে। আর এটা শুধু ওয়ান ডের ক্ষেত্রে বলছি না, টেস্টেও বিষয়টা একই।'


কুলদীপ আরও যোগ করেন, 'নেতা হিসেবে ও ভাল কিছু করার জন্য ভীষণই উদ্বুদ্ধ। এক্ষেত্রে ওর চিন্তাধারাটা হল লক্ষ্যণীয় বিষয়। দলকে প্রচুর সাহায্য করেছে ও। শেষ তিন, চারটে অনুশীলন সেশনে আমি লিডারশিপ গ্রুপের গুণাবলী দেখেছি। শুভমনের মধ্যে ওই বিষয়টা রয়েছে। দলকে নেতৃত্ব দিতে ও একেবারে তৈরি।'