রাজকোট: পরপর দুটো ম্যাচেই হার। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একেবারেই ভাল হয়নি ইংল্যান্ডের। বাটলারের নেতৃত্বাধীন দল পাঁচ ম্য়াচের সিরিজে এই মুহূর্তে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। আগামীকাল ২৮ জানুয়ারি সিরিজের তৃতীয় ম্য়াচে খেলতে নামবে ২ দল। তার আগের দিন নিজেদের একাদশ ঘোষণা করে ফেললে ইংল্যান্ড।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংল্য়ান্ড ক্রিকেট দল পরপর দুটো ম্যাচে হারের পরও তৃতীয় ম্য়াচের জন্য ঘোষিত দলে কোনও বদল করেনি থ্রি লায়ন্সরা। অর্থাৎ রাজকোটেও ওপেনিংয়ে নামতে দেখা যাবে ফিল সল্ট ও বেন ডাকেটকে। জস বাটলার অধিনায়ক। তিনি তিন নম্বর স্লটে নামবেন ব্যাট হাতে। এরপর ব্যাট হাতে দেখা যাবে হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ ও জেমি ওভারটনকে। বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন ব্রেডন কেয়ার্স, জোফ্রা আর্চার ও মার্ক উড। একমাত্র স্পিনার হিসেবে আদিল রশিদ খেলবেন একাদশে।
সিরিজে প্রথম ম্য়াচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ২ দল। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে ১৩২ রান বোর্ডে তুলতে পেরেছিল ইংল্যান্ড। যা মাত্র ৩ উইকেট হারিয়েই বোর্ডে তুলে নেয় ভারতী দল। দ্বিতীয় ম্য়াচে ১৬৩ রান তাড়া করতে নেমে একটা সময় ৮ উইকেট খুইয়ে বসেছিল ভারত। কিন্তু তিলক ভার্মা অপরাজিত ৭২ রান হাঁকিয়ে ম্য়াচে জয় ছিনিয়ে আনেন দলকে।
আইসিসির বিচারে বছরের সেরা টেস্ট বোলার বুমরা
দল হিসেবে একেবারেই সাফল্য পায়নি ভারত। কিন্তু নিজে বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন বুমরা। যার পুরস্কার পেলেন তারকা ডানহাতি পেসার। পিঠের ব্যথা সারিয়ে দীর্ঘদিন পরে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে প্রত্যাবর্তন করেছিলেন বুমরা। এরপর থেকে ফের নিজের জাত চিনিয়ে এসেছেন। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মার ছিলেন। গত বছর টেস্ট ফর্ম্য়াটে দেশের জার্সিতে সর্বাধিক উইকেট নিয়েছেন। তিনি বিশ্বের বোলারদের মধ্যে সবার ওপরে ছিলেন ২০২৪ সালে টেস্ট ফর্ম্য়াটে। ৭১ উইকেট নিয়েছিলেন বুমরা গত বছর। তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ইংল্যান্ডের গাস অ্য়াটকিনসন। তিনি ১১ ম্য়াচে ৫২ উইকেট নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ভারতবিখ্যাত সঙ্গীত সম্রাজ্ঞীর নাতনির সঙ্গে প্রেম করছেন মহম্মদ সিরাজ?