ওয়েলিংটন: অ্যাডিলেডে তিনদিনে খেলা শেষ হয়ে গিয়েছে। ওয়েলিংটনেও তেমনটাই হল। শুক্রবার থেকে খেলা শুরু হয়ে রবিবারই খেলা শেষ ৩২৩ রানের বিশাল ব্যবধানে নিউজিল্য়ান্ডকে দ্বিতীয় টেস্টেও হারিয়ে দিল ইংল্যান্ড (ENG vs NZ Test Cricket)। একই সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল স্টোকস বাহিনী। কেরিয়ারের ৩৬ তম টেস্ট সেঞ্চুরি পূরণ করলেন জো রুট (Joe Root)। তবে প্রথম ইনিংসে শতরান করার সুবাদে ম্য়াচের সেরা হয়েছেন হ্যারি ব্রুক। তিন ম্য়াচের সিরিজে ২-০ তে এগিয়ে ইংল্যান্ড।


২০০৮ সালে শেষবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে জিতেছিল ইংল্য়ান্ড। এরপর ১৬ বছর বাদে ফের কিউয়ি ভূমিতে লাল বলের ফর্ম্য়াটে ব্রিটিশদের সিরিজ জয়। এর আগে প্রথম টেস্টে ক্রাইস্টচার্চেও আট উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল স্টোকসরা। ম্য়াচে ইংল্য়ান্ড প্রথম ইনিংসে ২৮০ রানে অল আউট হয়ে গিয়েছিল। সেই ইনিংসে হ্য়ারি ব্রুক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। 


জবাবে প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে প্রথম ইনিংসে ১২৫ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্য়ান্ড। একমাত্র কেন উইলিয়ামসের ৩৭ ও গ্লেন ফিলিপস ও টম ব্লান্ডেলের ১৬ রানের ইনিংস ছাড়া কেউই রান পাননি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন জো রুট। দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। বেন ডাকেট ৯২ ও জ্যাকব বেথেল ৯৬ রানের ইনিংস খেলেন। দুজনেই শতরান মিস করেন। তবে জো রুটকে থামানো যায়নি। তিনি ১০৬ রানের ইনিংস খেলেন। কেরিয়ারের ৩৬ তম টেস্ট শতরান হাঁকান তিনি। হ্যারি ব্রুক ৫৫ রান করেন। বেন স্টোকস ৪৯ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেট হারিয়ে ৪২৭ রান বোর্ডে তুলতেই ইংল্য়ান্ড ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেয়। কিউয়িদের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৫৮২ রানের। যা একপ্রকার অসম্ভবই। ইংল্যান্ডের জয় ছিল শুধুই সময়ের অপেক্ষা। 


বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কিউয়িদের টপ অর্ডার পুরো ভেঙে পড়ে। টম ল্যাথাম ২৪ রান করলেও কনওয়ে খাতাই খুলতে পারেননি। উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রও রান পাননি। লোয়ার অর্ডারে টম ব্লান্ডেল সেঞ্চুরি হাঁকান। তবে তা যথেষ্ট ছিল না। ড্যারেল মিচেল ৩২ ও নাথান স্মিথ ৪২ রান করেন। শেষ পর্য়ন্ত নিউজিল্য়ান্ড অল আউট হয়ে যায় ২৫৯ রানে। এই হারের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে গিয়েছে নিউজিল্য়ান্ড।