লন্ডন: জানুয়ারি মাসেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় (IND vs ENG) খেলতে এদেশে আসছেন বেন স্টোকসরা। পাঁচ টেস্ট ম্যাচের সেই সিরিজ় শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। অর্থাৎ এখনও এক মাসেরও অধিক সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই সেই সিরিজ়ের জন্য ১৬ জনের দল ঘোষণা করে দিলেন ইংল্যান্ডের পুরুষ (England Cricket Team) দলের নির্বাচকরা।
ইংল্যান্ড দলের নেতৃত্বে রয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। দলের ১৬ জনের মধ্যে রয়েছেন চারজন স্পিনার। তিন ক্রিকেটারের তো এখনও টেস্ট অভিষেকই হয়নি। এঁরা হলেন গাস অ্যাটকিনসন, টম হার্টলি এবং শোয়েব বশির। সারের হয়ে খেলা ফাস্ট বোলার গাস পাঁচটি কাউন্টি ম্যাচ খেলে গত মরশুমে ২০.২০ গড়ে ২০টি উইকেট নিয়েছিলেন। সারের পরপর দুইবার কাউন্ট চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গাসের বড় ভূমিকা ছিল। দুই স্পিনার হার্টলি এবং বশির, উভয়ই গত মাসে আমিরশাহিতে ইংল্যান্ড লায়ান্স দলের অংশ ছিলেন। মরুদেশে তাঁদের সঙ্গে ওলি পোপ এবং জ্যাক লিচও এই সফরের প্রস্তুতির কথা মাথায় রেখে যোগ দিয়েছিলেন।
হার্টলি, বশির, লিচের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন তরুণ লেগ স্পিনার রেহান আমেদও। গত ডিসেম্বরেই তিনি পাকিস্তানের বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ড ফাস্ট বোলিং বিভাগে ক্রিস ওকস, লিয়াম ডসন এবং উইল জ্যাকসের অনুপস্থিতি ইংল্যান্ড দলের জন্য বড় ধাক্কা। তবে দলে অভিজ্ঞতার অভাব নেই। কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন দলের ফাস্ট বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। গাস তো রয়েছেনই। পাশাপাশি মার্ক উড, ওলি রবিনসনও রয়েছেন।
অ্যাসেজ সিরিজে কিপার-ব্যাটার বেন ফোকস দলে সুযোগ পাননি। তবে এই সিরিজ়ের জন্য তিনি দলে ফিরলেন। জনি বেয়ারস্টো দলের অন্যতম কিপার। পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্টটি হায়দরাবাদে শুরু হবে। সিরিজ়ের শেষ তথা পঞ্চম টেস্টটি খেলা হবে ধর্মশালা স্টেডিয়ামে। ১১ ম্যাচ সেই সিরিজ় শেষ হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: কোহলিরা ত্রিপুরাতেও ম্যাচ খেলুক, আগরতলায় বললেন সৌরভ, চান না রাজনীতির রং