নয়াদিল্লি: হাঁটুর চোটের কারণে দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। এবার সেই চোটের কারণেই গোটা সিরিজ় থেকেই ছিটকে গেলেন তারকা ইংল্যান্ড (England Cricket Team) বোলার জ্যাক লিচ (Jack Leach)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে লিচের সিরিজ় থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করা হয়। তবে লিচ সিরিজ় থেকে তাঁর বদলি হিসাবে কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ইংল্যান্ড। 


হায়দরাবাদে প্রথম টেস্টের সময়ই চোট পান ইংল্যান্ডের স্পিনার। বিশাখাপত্তনমে তাঁকে ছাড়াই ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। ম্যাচ হারতে হলেও টম হার্টলিরা বেশ প্রভাবিতই করেন। দলের সবথেকে অভিজ্ঞ স্পিনারের অনুপস্থিতিতে হার্টলি, শোয়েব বশির ও রেহান আমেদের ত্রিফলা স্পিন আক্রমণের উপর আস্থা রাখছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। অন্তত লিচের বদলি হিসাবে কাউকে না ডাকা সেই দিকেই ইঙ্গিত করে। অবশ্য এই তিন স্পিনার বাদেও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ইংল্যান্ডের চতুর্থ স্পিন বিকল্প। নিজের অফ স্পিন বোলিংয়ে কিন্তু অতীতে ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে রুটের।  


 






ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। ইংল্যান্ড দল এই সময়টা দুবাইয়ে থেকেই নিজেদের প্রস্তুতি সারছে। লিচও সেখানে রয়েছেন। তিনি সেখান থেকেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের উদ্দেশে রওনা দেবেন। ইসিবির তরফে জানানো হয় লিচ নিজের চোট সারানোর লক্ষ্যে ইংল্যান্ড তো বটেই, সামারসেটের মেডিক্যাল দলের সঙ্গেও কাজ করবেন।


প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। তার আগে বেশ টালবাহানার পর সিরিজ়ের বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করে দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। আগের দুই টেস্টের মতো আগামী তিন টেস্টেও নাম নেই বিরাট কোহলির (Virat Kohli)। ব্যক্তিগত কারণ জানিয়েই সরেছেন বিরাট, তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েই ভারতীয় শিবির থেকে বাদ রাখা হয়েছে, এমনটাই জানান হয়েছে বিসিসিআই-এর তরফে। এবার বরং রোহিত শিবিরে জায়গা করে নিলেন বাংলার পেসার আকাশ দীপ। আপতত পাচ ম্যাচের সিরিজ়ে ১-১ রয়েছে। রাজকোটে ভারত সিরিজ়ে লিড নিতে পারে কি না, সেটাই দেখার বিষয় এখন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: টেস্টে বিশ্বের ১ নম্বর বোলার এখন বুমরা, কিন্তু একসময় শাস্ত্রীকে কী বলেছিলেন তারকা পেসার?