নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় (IND vs ENG) শুরুর আগেই তরুণ ব্যাটার হ্যারি ব্রুক ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন। অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) ফিটনেস নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। এবার প্রথম টেস্টের আগে ফের ধাক্কা খেল ইংল্যান্ড (England Cricket Team) শিবির। দেশে ফিরতে হল দলের তরুণ তুর্কিকে।


সামারসেটের হয়ে খেলা ২০ বছর বয়সি অফস্পিনার শোয়েব বাশির (Shoaib Bashir) দুরন্ত ঘরোয়া মরশুমের পর এই ভারত সফরেই প্রথমবার ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন। ইংল্যান্ড দলের সঙ্গে আবু ধাবিতে প্রস্তুতি শিবিরেও ছিলেন তিনি। তবে যেখানে বাকি ইংল্যান্ড দল রবিবার ভারতে চলে এসেছে, সেখানে ভিসা সমস্যায় আটকে বাশিরের ভারত আগমন। এর জেরে তিনি যে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। তাই খবর অনুযায়ী দেশেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


বাশিরের জন্ম ইংল্যান্ডে হলেও, তাঁর পূর্বপুরুষরা পাকিস্তানি। সেই কারণেই তাঁর ভারতের ভিসা পেতে এত দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাকিদের সঙ্গে তাঁর ভিসার আবেদনপত্রও গত মাসেই পাঠিয়ে দেওয়া হয়। তবে তিনি এখনও ভিসা পাননি। এই বিষয়ে কথা বলতে গিয়ে সোমবার ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম (Brendon McCullum) বলেছিলেন, 'কিছু কিছু জিনিসপত্রে সময় তো লাগেই। তাই না? সকলেই নিজের সাধ্যমতো চেষ্টা করছেন এবং আমরা ধারণা খুব দ্রুতই এর সমাধান পাওয়া যাবে। আবু ধাবিতে বাশির আমাদের সঙ্গে যে সময় কাটিয়েছে, সেটা ওকে দারুণভাবে সাহায্য করবে। আশা করছি ওর ভিসা মঞ্জুর হওয়ার খবরটা আজই পাব এবং তারপর ওকে নিয়ে সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দেব।'


তবে ম্যাকালামের আশান পূরণ হয়নি। সোমবার কেটে মঙ্গলবার পার হয়ে গেলেও, বাশিরের ভিসা মঞ্জুর হয়নি। গোটা ঘটনায় বিরক্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন, 'আমরা তো ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দল ঘোষণা করেছিলাম। এখনও বাশির নিজের ভিসা পায়নি। আমার ওর জন্য বেশি বিরক্তি লাগছে। ইংল্যান্ড টেস্ট দলে প্রথমবার সুযোগ পাওয়ার পর ওর অভিজ্ঞতাটা এমন হোক, তা আমি কখনই চাইনি। ওর জন্য খুবই খারাপ লাগছে।'  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: প্রথম দুই টেস্টে নেই কোহলি, বদলি হিসাবে ইংল্যান্ডের বিপক্ষে ডাক পাচ্ছেন বিরাটের আরসিবি সতীর্থ!