লন্ডন: ইংল্য়ান্ড ক্রিকেট দলের কোচ হতে পারেন অইন মর্গ্যান। এমনই খবর গত কয়েকদিন ধরে সোশ্য়াল মিডিয়ায় ঘুরছিল। কয়েকটি ব্রিটিশ স্থানীয় সংবাদমাধ্যমেও এই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল। তবে এবার নিজেই পুরো সম্ভাবনায় জল ঢেলে দিলেন অইন মর্গ্যান। তিনি এখনও কোচের পদে বসার জন্য তৈরি নন, এমনটাই জানান বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক। ম্য়াথু মটের পরিবর্তে সীমিত ওভারের ফর্ম্য়াটে  ইংল্যান্ডের কোচের পদে মর্গ্যানকে দেখা যেতে পারেন, এমনই শোনা যাচ্ছিল। তবে এমন খবরের কোনও সত্যতা নেই, জানিয়েছেন মর্গ্যান। উল্লেখ্য, গত বছর ওয়ান ডে বিশ্বকাপে ভাল ফল করতে পারেনি ইংল্যান্ড। টি-টােয়েন্টি বিশ্বকাপেও সেমিতে ছিটকে যেতে হয়েছিল ইংল্যান্ডকে। এরপরই ম্য়াথু মটের ওপর চাপ বেড়েছিল। 


মর্গ্যান জানিয়েছিলেন, ''এই খবরটি আমার কাছেও খবরই আসলে। এটা কোনও ভাবেই ইতিবাচক দিক নয়। একজন কোচ চাপের মুখে যখন থাকেন, তখন তাঁকে নিয়ে হাজারো তথ্য, ভীষণ নেতিবাচক দিক।'' মর্গ্যান আরও জানিয়েছেন  যে তিনি কোচ হতে ইচ্ছুক। কিন্তু এটা সঠিক সময় নয়।তিনি মনে করেন যে এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। সাক্ষাৎকারে মর্গ্য়ান জানিয়েছেন, ''আমাকে মিডিয়াতে এমন হাজারো প্রশ্ন শুনতে হয়েছে। আমি তাদের সবাইকে একটাই কথা বলেছি যে কোচ হওয়াটা অত্যন্ত সম্মানের। কিন্তু আমার কাছে সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি নিজে এই মুহূর্তে এই দায়িত্ব নেওয়ার জন্য তৈরি নয়। আমার একটা পরিবার আছে। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাই আমি।''


গত ট্রেন্টব্রিজ টেস্টে এক রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের ২ ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট্রেন্টব্রিজের নটিংহ্যামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল বেন স্টোকসের দল। সেখানেই মাত্র ৪.২ ওভারে বোর্ডে ৫০ এর ওপর রান তুলে ফেলল ইংল্য়ান্ড শিবির। এমনটা আগে কখনও হয়নি। টেস্টে এটাই দ্রুততম পঞ্চাশ প্লাস স্কোর যে কোনও দলের। ইংল্য়ান্ডের হয়ে ওপেন করতে নেমেছিলেন বেন ডাকেট ও ওলি পোপ। ডাকেট ১৪ বলে ৩৩ রান করেন এই পার্টনারশিপে ও পোপ ৯ বলে ১৬ রান যোগ করেন। এর আগে টেস্টে দ্রুততম পঞ্চাশ পেরনোর রেকর্ড ছিল ইংল্য়ান্ডের দখলেই। ১৯৯৪ সালে ৪.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে পঞ্চাশ প্লাস স্কোর করেছিল ব্রিটিশ ব্রিগেড। এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিলল ইংল্যান্ড শিবির। এই তালিকায় এবার তৃতীয় স্থানেও রয়েছে ইংল্যান্ড শিবিরই। ম্য়াঞ্চেস্টারে ২০০২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫ ওভারে পঞ্চাশ বা তার বেশি রান বোর্ডে তুলে ফেলেছিল ইংল্য়ান্ড শিবির।