ডুসেলডর্ফ: গতকাল ইউরো কাপে (Euro Cup 2024) একটা অধ্যায়ের সমাপ্তি হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ছিটকে গিয়েছে। পেপে, রোনাল্ডোরা তাঁদের শেষ ম্য়াচ খেলে ফেলেছেন। আজ আরও একটা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে খেলতে নামবে ইংল্যান্ড ও স্যুইৎজারল্যান্ড। ২০২১ সালে ফাইনালে খেলতে নেমেছিল ইংল্যান্ড। সেবার যদিও ইতালির বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁদের। এবারের ইউরোতে সুইসরা ইতালিকে হারিয়ে দিয়েছিল শেষ ষোলোর ম্য়াচে। অন্য়দিকে, স্লোভাকিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গ্যারেথ সাউথগেটের দল।


খাতায় কলমে ইংল্যান্ডকেই হয়ত ফুটবল বিশেষজ্ঞরা এগিয়ে রাখবেন। কিন্তু গতির সামনে থ্রি লায়ন্সদের পরাস্ত করতে পারেন শাকিরিরা। শেষ ষোলোর লড়াইয়ে গেলসেনকির্চেনে নির্ধারিত সময়ে গোলমুখ খুলতে পারেনি ইংল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে জুড বেলিংহামের বাইসাইকেল কিকে গোল করেন। এরপর অতিরিক্ত সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। 


 






এখনও পর্যন্ত ইংল্যান্ড ও স্যুইৎজারল্যান্ড মোট ২৭ বার মুখোমুখি হয়েছে। কিন্তু এর মধ্যে ১৯ বার জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। তিন ম্য়াচে জয় পেয়েছে সুইসরা। পাঁচটি ম্য়াচ ড্র হয়েছে। 


কাদের ম্যাচ?


ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে স্যুইৎজারল্যান্ড


কবে খেলা?


ম্যাচটি হবে ৬ জুলাই, শনিবার


কখন শুরু ম্যাচ?


ভারতীয় সময় শনিবার রাত ৯.৩০ থেকে ম্য়াচ শুরু


কোথায় ম্যাচ?


ম্য়াচটি হবে ডুসেলডর্ফ, জার্মানিতে


টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?


ভারতে সোনা স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                 


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ইংল্যান্ড বনাম স্য়ুইৎজারল্যান্ড ম্যাচটি। সোনি লিভে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে।


সুইসদের বিপক্ষে শেষ পাঁচটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। কিন্তু চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি হ্যারি কেনরা। তবে ২০২১ সালে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ট্রফি। এবার আর সেই ভুল করতে চায় না গ্যারেথ সাউথগেটের দল।